ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চলচ্চিত্রের নারী নির্মাতারা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৮, ৮ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলচ্চিত্রের নারী নির্মাতারা

রাহাত সাইফুল : চলচ্চিত্রাঙ্গনে নারীদের অংশগ্রহণ শুধু অভিনয়ে সীমাবদ্ধ নয়। চলচ্চিত্রের অন্যান্য শাখাতেও বিস্তৃত হয়েছে নারীর প্রতিভা। ঢাকাই চলচ্চিত্রে প্রতিভাবান এমন নারীর সংখ্যা মোটেও কম নয়। অভিনয়ের গণ্ডি পেরিয়ে চলচ্চিত্রের ‘ক্যাপ্টেন অব দ্য শীপ’ অর্থাৎ চলচ্চিত্র পরিচালনার দায়িত্বও নিয়েছেন দেশের বেশ কয়েকজন নারী।

চলচ্চিত্র পরিচালনার মতো কঠিন কাজে হাত দিয়ে প্রথম নারী পরিচালক হিসেবে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন রেবেকা। ১৯৭০ সালে ‘বিন্দু থেকে বৃত্ত’ সিনেমা নির্মাণ করেন তিনি। এর পর জাহানারা ভূঁইয়া নির্মাণ করেন ‘সিঁদুর যাবে না মুছে’ সিনেমাটি।

এছাড়া রোজী আফসারী ‘আশা নিরাশা’, সুজাতা ‘অর্পন’, সুচন্দা ‘হাজার বছর ধরে’, কবরীর ‘আয়না’, নারগিস আক্তার ‘মেঘলা আকাশ’, ‘চার সতিনের ঘর’, ‘মেঘের কোলে রোদ’, ‘অবুঝ বউ’, পৌষ মাসের পিরিত’, মৌসুমী ‘কখনও মেঘ কখনও বৃষ্টি’, সামিয়া জামান ‘রানী কুঠির বাকি ইতিহাস’, ‘ছেলেটি’ সিনেমা নির্মাণ করেন। এছাড়া শামীম আখতার, ফৌজিয়া খান, ইয়াসমিন কবির, শবনম ফেরদৌস চলচ্চিত্র নির্মাণ করেন।

বর্তমানে প্রজন্মের কয়েকজন নারী নির্মাতা সিনেমা নির্মাণ করছেন। এ তালিকায় রয়েছেন-ক্যাথরিন মাসুদ, মেহের আফরোজ শাওন, রুবাইয়াত হোসেন, শাহনেওয়াজ কাকলী, রওশন আরা নিপা, জেসমিন আক্তার নদী প্রমুখ। এছাড়া জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। চলচ্চিত্র নির্মাণে নারীদের অংশগ্রহণ চলচ্চিত্রের জন্য শুভ সংকেত বলেই মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা।




রাইজিংবিডি/ঢাকা/৮ মার্চ ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়