ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিশ্বকাপে ভয়হীন ক্রিকেট খেলবে আফগানিস্তান: রশিদ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ২০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপে ভয়হীন ক্রিকেট খেলবে আফগানিস্তান: রশিদ

ক্রীড়া ডেস্ক: বিশ্ব ক্রিকেটে নবীনতম দলগুলোর মধ্যে আফগানিস্তান অন্যতম। তবে নিজেদের দিনে বিশ্বের যে কোনো বড় দলকেও নাকানি-চুবানি খাইয়ে দিতে পারে তারা।

আফগান ক্রিকেটে দিন বদলের হাওয়া লাগায় মোহাম্মদ নবী-রশিদ খানদের সমীহ করছে অনেকেই। দেশের প্রথম টেস্ট ম্যাচ জয়ে ইতিহাস গড়ার পর আসন্ন বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যয় তাদের কণ্ঠে। নিজেরা নবীনতম দল হলেও ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে ভয় ডরহীন ক্রিকেট খেলার কথা জানিয়েছেন দলটির বিশ্বসেরা স্পিনার রশিদ খান।

বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগেও আফগান ক্রিকেটাররা এখন সাড়া জাগানো নাম। দেরাদুনে দেশের ঐতিহাসিক টেস্ট জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রশিদ। দ্বিতীয় ইনিংসে ৮২ রানে ৫ উইকেট নিয়ে কার্যত একাই ধসিয়ে দিয়েছিলেন আইরিশদের ব্যাটিং লাইন আপ। এমন আত্মবিশ্বাসের পর বিশ্বকাপ নিয়ে রশিদ বলেন, ‘আমাদের দলে প্রতিভা কিংবা দক্ষতার অভাব নেই। তাই বিশ্বকাপে আমরা কোন দেশকেই ভয় পাব না।’

এশিয়া কাপে ২০১৮ তে চমক দেখেয়েছিল আফগানিস্তান। বিশ্বকাপের আগে হেটার্সদের সে কথা স্মরণ করিয়ে দিয়ে রশিদ জানান, ‘আমরা যে কোনও দলকে যে হারাতে পারি সেটা প্রমাণ করে দিয়েছিলেম এশিয়া কাপেই।’

২০১৫ সালে মাত্র ১৭ বছর বয়সে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় রশিদ খানের। ভয়ঙ্কর মায়াবী বলের ঘূর্নিতে এই আফগান স্পিনার ক্রমেই হয়ে উঠেছেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের ত্রাস।



রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়