ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘আমরা দুই ভাই দুই বোন’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ২১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমরা দুই ভাই দুই বোন’

বিনোদন ডেস্ক : রফিক চৌধুরীর এক ছেলে ও দুই মেয়ে। এছাড়া তার আরো একজন পালক পুত্র আছে। তার নাম সোহাগ। চাকরি ও পড়াশোনা সূত্রে রফিক সাহেবের ছেলেমেয়েরা ভিন্ন ভিন্ন জায়গায় বসবাস করে। রফিক সাহেবের স্ত্রী মারা যাওয়ার পর সোহাগকে নিয়েই বড় আকৃতির বাড়িটিতে থাকেন তিনি।

একদিন হঠাৎ করেই রফিক সাহেব অসুস্থ হয়ে পড়েন। তখন সোহাগ ছাড়া কাউকেই পাশে পান না তিনি। এরপর রফিক সাহেব তার সব ছেলেমেয়েকে জরুরি ভিত্তিতে বাড়িতে ডাকেন। কিন্তু কেন? তার উত্তর জানতে ‘আমরা দুই ভাই দুই বোন’ নাটকটি দেখার আহ্বান জানান এর নির্মাতা ইমরাউল রাফাত।

পারিবারিক একটি গল্প নিয়ে নির্মিত এ নাটক রচনাও করেছেন ইমরাউল রাফাত। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর, ফকরুল বাশার মাসুম, ফরহাদ লিমন, টুটুল চৌধুরী, রিমি করিম, শ্রাবন্তী অধিকারী, নুসরাত জাহান পাপিয়া প্রমুখ।

সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামীকাল শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে এটি প্রচারিত হবে।



রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়