ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খুলনাঞ্চলের নদী দখলমুক্ত করার দাবি

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ২৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনাঞ্চলের নদী দখলমুক্ত করার দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনাঞ্চলের নদ-নদী দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা।

এ দাবি বাস্তবায়নের জন্য রোববার বেলা ১১টায় খুলনার জেলা প্রশাসকের কাছে পরিবেশ সংগঠন ছায়াবৃক্ষের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভূমির গঠন অনুযায়ী বাংলাদেশ ব-দ্বীপ ও নদীমাতৃক দেশ। নদীর সঙ্গে এ দেশের কৃষি, যোগাযোগ, মৎস্য, কৃষ্টি, অর্থনীতি তথা জীবনযাত্রা জড়িত। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের অস্তিত্বও নদ-নদীর ওপর নির্ভরশীল। কিন্তু মানবসৃষ্ট নানা তৎপরতায় নদী অস্তিত্বসংকটে পড়েছে। দখল-দুষণের কবলে পড়ে বহু নদী মৃতপ্রায়। এ অবস্থায় নদী রক্ষা করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা সময়ের দাবি।

স্মারকলিপি প্রদানকালে খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক আ. ফ. ম. মহসিন, সুজন’র জেলা সম্পাদক কুদরত-এ খুদা, বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, নাগরিক সমাজের সদস্য সচিব বাবুল হাওলাদার, জনউদ্যোগের সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন, নাগরিক ফোরামের সৈয়দ আলী হাকিম, ছায়াবৃক্ষের নির্বাহী পরিচালক মাহবুব আলম বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/খুলনা/২৪ মার্চ ২০১৯/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়