ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ টেকসই লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ২০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ টেকসই লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে’

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেছেন, ‘জ্বালানি নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।  টেকসই লক্ষ্যসমূহের (এসডিজি) মধ্যে এটি অন্যতম।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ টেকসই লক্ষ্য অর্জনে দ্রুত এগিয়ে যাচ্ছে।’

শনিবার রাশিয়া ফেডারেশনের নারান-মার এ এশিয়ান পার্লামেন্টারি এসেম্বলির স্ট্যান্ডিং কমিটি অন ইকনমিক অ্যান্ড সাসটেইনেবল ডেভোলপমেন্ট’ শীর্ষক সভায় তিনি এ কথা বলেন।

আবুল কালাম আজাদ সভায় চার সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।  তিনি বলেন, ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের ধারাবাহিকতায় এসডিজি অর্জনেও বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করবে। ’

বর্তমানে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য অন্যতম প্রধান সমস্যা বলে উল্লেখ করেন আবুল কালাম আজাদ।

এ সময় চীন, তুরস্ক ও রাশিয়ার প্রতিনিধি দলের প্রধানগণ রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের অবস্থানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেন।

সভায় এশিয়ান ইন্টিগ্রেটেড এনার্জি মার্কেট, পরিবেশ, ইকোনমিক গ্রোথ, এসডিজি বাস্তবায়ন, পানিসম্পদ, দারিদ্র্য দূরীকরণ এবং গ্রিন ফান্ডিংসহ আটটি রেজল্যুশনের ওপর আলোচনা ও সংশোধনী আনা হয়।  বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান আবুল কালাম আজাদ এনার্জি, পরিবেশ, এসডিজি ও গ্রিন ফান্ডিংসহ অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ সংশোধনী প্রস্তাব উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো গৃহীত হয়।

বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য নূরুন্নবী চৌধুরী এমপি ও সেলিম আলতাফ জর্জ এমপি সভায় অংশ নেন।

সভায় বাংলাদেশ, রাশিয়া, চীন ও তুরস্কসহ ২৩টি দেশের ১০০ জন প্রতিনিধি অংশ নেন।  এতে সভাপতিত্ব করেন এশিয়ান পার্লামেন্টারি এসেম্বলির (এপিএ) ভাইস প্রেসিডেন্ট রাশিয়ার এলেক্সি লেমচেঙ্কো।



রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৯/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়