ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রানা প্লাজায় নিহতদের স্মরণ

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৯, ২৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রানা প্লাজায় নিহতদের স্মরণ

জাবি প্রতিনিধি: শোক আর শ্রদ্ধায় সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ষষ্ঠ বার্ষিকী পালন করছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বুধবার সকাল থেকে ঘটনাস্থলে নির্মিত অস্থায়ী বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। শ্রদ্ধা জানাচ্ছেন ক্ষতিগ্রস্থ শ্রমিকদের স্বজনরাও।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে মোতায়েন রয়েছে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য।
 


এদিকে বিভিন্ন দাবিতে সকাল থেকে অস্থায়ী বেদীর আশেপাশে বিভিন্ন শ্রমিক সংগঠন মানববন্ধন ও সমাবেশ করছে। এসব কর্মসূচী থেকে শ্রমিক নেতারা দুর্ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন এবং ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের স্বজনদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শ্রমিক নেতা কামরুল আহসান সরকারের কাছে রানা প্লাজা ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্থ শ্রমিকদেরকে আইএলও কনভেনশনের ১২১ নং ধারা অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানান।



রাইজিংবিডি/জাবি/২৪ এপ্রিল ২০১৯/তহিদুল ইসলাম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়