ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যুক্তরাষ্ট্রে কম্পিউটার নেটওয়ার্ক রক্ষায় জরুরি অবস্থা ঘোষণা

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৩, ১৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে কম্পিউটার নেটওয়ার্ক রক্ষায় জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে বিদেশি প্রতিপক্ষের হাত থেকে কম্পিউটার নেটওয়ার্ক রক্ষায়  সে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসি জানিয়েছে, বুধবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প।

উক্ত আদেশে দেশের জন্য হুমকি হতে পারে- এমন কোনো বিদেশি টেলিকম সেবা ব্যবহার করতে মার্কিন কোম্পানিগুলোকে নিষেধ করা হয়।

তবে ঠিক কোন দেশের কোম্পানি বা কোন টেলিকম কোম্পানি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি, সে বিষয়ে কিছু উল্লেখ করেননি ট্রাম্প।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের এই নির্বাহী আদেশের লক্ষ্য হলো ‘বিদেশি প্রতিপক্ষ’ থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করা।

বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, ট্রাম্পের এই নির্বাহী আদেশ মূলত চীনের টেলিকমিউনিকেশন জায়ান্ট হুয়াওয়েকে লক্ষ্য করে করা হয়েছে।

ইতোমধ্যে অনেক দেশই হুয়াওয়ের বিরুদ্ধে চীনের হয়ে নজরদারির অভিযোগ তুলেছে।

কিন্তু হুয়াওয়ে তাদের বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের কাজ কারো বিরুদ্ধে কোনো ঝুঁকি তৈরি করছে না বলে কোম্পানিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৯/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়