ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বর্ষসেরার পুরস্কার জিতলেন রোনালদো

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৯, ১৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বর্ষসেরার পুরস্কার জিতলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক : ইতালিতে মাত্র একটি মৌসুম কাটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এক মৌসুম খেলেই ইতালিয়ান সিরি’আ লিগের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি। আজ রোববার আটলান্টার বিপক্ষের ম্যাচের আগে এই পুরস্কার তার হাতে তুলে দেওয়া হবে।

রোনালদো হলেন প্রথম কোনো ফুটবলার যিনি ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।

সাধারণত সিরি’আ লিগের ব্যক্তিগত পুরস্কারগুলো মৌসুম শেষে দেওয়া হয়। কিন্তু জুভেন্টাস দুই ম্যাচ হাতে রেখে ইতিমধ্যে শিরোপা জিতে নিয়েছে। সে কারণে আগে-ভাগেই রোনালদোর হাতে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেওয়া হবে।

রোনালদো জুভেন্টাসের হয়ে সিরি’আ লিগে ৩০ ম্যাচে মাঠে নেমে ২১ গোল করেছেন। ৮টি গোলে করেছেন অ্যাসিস্ট। পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগে ৬টি গোল করেছেন রোনালদো। সুপারকোপা ইতালিয়ানায় করেছেন ১টি গোল।





রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়