ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুমিল্লায় দুই উপজেলায় ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ২২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় দুই উপজেলায় ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

কুমিল্লা প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে কুমিল্লার সদর ও সদর দক্ষিণ উপজেলার ১২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সদর উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন- চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, জাতীয় পাটির ওবাদুল কবির মোহন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গাজী রিয়াজ মাহমুদ এবং ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হোসনে আরা বকুলসহ বিভিন্ন পদে মোট ৬ জন।

সদর দক্ষিণ উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন- চেয়ারম্যান পদে আওয়ামী লীগের গোলাম সারওয়ার, ভাইস চেয়ারম্যান পদে আব্দুল হাই বাবলু ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে অধ্যাপিকা নাসিমা আক্তার পতুল।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবী কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ে মঙ্গলবার প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন।

২৩ মে চলবে যাচাই-বাছাই এবং ৩০ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

আগামী ১৮ জুন কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।




রাইজিংবিডি/ কুমিল্লা /২২ মে ২০১৯/ জাহাঙ্গীর আলম ইমরুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়