ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত ১৫

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৬, ২৭ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে উত্তরে অ্যামজোনাস রাজ্যের কারাগারে বন্দিদের মধ্যে দাঙ্গায় ১৫ জন নিহত হয়েছে। রোববার এ ঘটনা ঘটেছে বলে আঞ্চলিক কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরের কারাগারটিতে স্থানীয় সময় বেলা ১১টায় এ ঘটনা ঘটেছে।

কর্নেল মার্কোস ভিনিসিয়াস আলমেডিয়া সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটা বন্দিদের মধ্যকার সংঘর্ষ ছিল। দর্শনার্থীদের দেখা করার সময় সূচিতে এ ঘটনা ঘটেছে।’

তিনি জানান, সংঘাতের কারণ  জানতে তদন্ত শুরু হয়েছে।

কারাগারের এই কর্মকর্তা দাবি করেন, পরিস্থিতি আরো খারাপের দিকে মোড় নেওয়ার আগেই সংঘাত শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

২০১৭ সালের জানুয়ারিতে এই কারাগারটিতেই বন্দিরা বিদ্রোহ করেছিল। ২০ ঘন্টার ওই বিদ্রোহে নিহত হয়েছিল ৫৬ জন।

কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কারাবন্দীর সংখ্যার দিক থেকে ব্রাজিলের অবস্থান বিশ্বে তৃতীয়। ২০১৬ সালে দেশটিতে সাত লাখ ২৬ হাজার ৭১২ জন কারাবন্দি ছিল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়