ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

উজ্জীবিত উইন্ডিজের সামনে নড়বড়ে দ. আফ্রিকা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৪, ১০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উজ্জীবিত উইন্ডিজের সামনে নড়বড়ে দ. আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক : ডেল স্টেইন চোট নিয়ে ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে, চোটে ভুগছেন লুঙ্গি এনগিডি, টালমাটাল ব্যাটিং লাইনআপ, তিন ম্যাচে তিন হার- দুঃস্বপ্নের এক বিশ্বকাপই না পার করছে দক্ষিণ আফ্রিকা!

গত বিশ্বকাপে খেলেছিল সেমিফাইনাল। সেই দক্ষিণ আফ্রিকা এবার প্রথম পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায়! প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ১০৪ রানে, এরপর বাংলাদেশের বিপক্ষে ২১ রানে, সবশেষ ভারতের কাছে ৬ উইকেটে হেরে প্রোটিয়ারা করেছে পরাজয়ের হ্যাটট্রিক।

এখান থেকে সেমিফাইনালে যেতে হলে বাকি ছয় ম্যাচের প্রতিটাই দক্ষিণ আফ্রিকার জন্য এখন বাঁচা-মরার লড়াই। যার শুরুটা হচ্ছে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। সাউদাম্পটনের রোজ বোলে দিনের একমাত্র ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

বাংলাদেশের বিপক্ষে ছাড়া অন্য দুই ম্যাচেই ব্যাটসম্যানরা ভালো করতে পারেননি। বোলাররা সম্মিলিতভাবে ভালো করতে পারেননি কোনো ম্যাচেই। ফলে দক্ষিণ আফ্রিকাও দল হিসেবে জ্বলে উঠতে পারছে না।



অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০৫ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের জয়ে শুরু করে বিশ্বকাপ। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশিরভাগ সময় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেও শেষ পর্যন্ত হারে ১৫ রানে। দুই ম্যাচেই আগুন ঝরিয়েছেন ক্যারিবীয় পেসাররা।

পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটই ভাগ করে নেন শেলটন কটরেল, ওশানে টমাস, জেসন হোল্ডার আর আন্দ্রে রাসেল। পরের ম্যাচেও সব উইকেট যায় পেসারদের ঝুলিতে। একমাত্র স্পিনার হিসেবে দলে থাকা অ্যাশলে নার্স পাকিস্তানের বিপক্ষে বলই হাতে পাননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে হাত ঘুরিয়েছেন পাঁচ ওভার।

দক্ষিণ আফ্রিকার সামনে তাই আজ বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে। সেই চ্যালেঞ্জ উতরে গিয়ে প্রোটিয়ারা হারের বৃত্ত ভাঙতে পারে কি না, দেখার এখন সেটিই।

এক নজরে

*দুই দল এখন পর্যন্ত ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ৬১ বার। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৪৪টি, ওয়েস্ট ইন্ডিজের জয় ১৫ ম্যাচে। একটি ম্যাচ হয়েছে টাই, অন্যটির ফল হয়নি।

*বিশ্বকাপে দুই দল একে অন্যের বিপক্ষে খেলেছে ছয়বার। দক্ষিণ আফ্রিকার জয় ৪টিতে, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ২টি। সবশেষ গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানের বিশাল ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকা। এবি ডি ভিলিয়ার্স করেন দ্রুততম দেড়শ, ৬৪ বলে। ২০০৩ সালের পর ওয়েস্ট ইন্ডিজ বিশ্বমঞ্চে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি।

*ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আট ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন ইমরান তাহির। এই লেগ স্পিনারের সেরা বোলিংও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০১৬ সালে ৪৫ রানে ৭ উইকেট।

*রোজ বোল মাঠে ওয়েস্ট ইন্ডিজের কেউ ওয়ানডে সেঞ্চুরি করতে পারেননি। খুব কাছে গিয়েছিলেন ক্রিস গেইল, ১৫ বছর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে করেছিলেন ৯৯ রান।

*গত বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে মাত্র তিনবার। ২০১৬ সালে নিজেদের মাটিতে তিন ম্যাচের সেই সিরিজটি ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ২-১ ব্যবধানে।




রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়