ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নোলক মৌলিক গল্পের ব্যবসাসফল সিনেমা: ববি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৬, ১৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নোলক মৌলিক গল্পের ব্যবসাসফল সিনেমা: ববি

বিনোদন প্রতিবেদক: বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি। গত ঈদুল ফিতরে তার অভিনীত ‘নোলক’ সিনেমাটি ৭৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দ্বিতীয় সপ্তাহে এসে বৃদ্ধি পায় সিনেমাটির হল সংখ্যা। অন্যদিকে সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত এর নায়িকা।

বিগত বছরগুলোতে দেখা গেছে, ঈদের সিনেমা মানেই নকলের অভিযোগ। এর সত্যতাও মিলেছে। তবে এই দায় থেকে মুক্ত ‘নোলন’ সিনেমা। ফেরারি ফরহাদের গল্পে নির্মিত ‘নোলক’ সিনেমার বিরুদ্ধে নকলের কোনো অভিযোগ পাওয়া যায়নি। পারিবারিক গল্প নিয়ে এটি নির্মিত হয়েছে।

এ প্রসঙ্গে ববি রাইজিংবিডিকে বলেন, ‘‘চারদিকে যেখানে নকলের অভিযোগ সেখানে ‘নোলক’ মৌলিক গল্পের একটি সিনেমা। দর্শকও সিনেমাটি খুব ভালোভাবে গ্রহণ করেছেন। দিনে দিনে এর সেল রিপোর্ট ভালো হচ্ছে। দেশের দু-একটি হল বাদে সব হলে ভালো যাচ্ছে। ‘নোলক’ মৌলিক গল্পের ব্যবসাসফল সিনেমা হিসেবে দর্শকদের কাছ থেকে স্বীকৃতি পেয়েছে। একজন শিল্পীর কাছে এর থেকে বড় পাওয়া কী হতে পারে!’’

সিনেমাটির সেল রিপোর্ট প্রসঙ্গে এ নায়িকা বলেন, ‘সিনেমাটির মুক্তির দিন থেকে আবহাওয়া খুব খারাপ ছিল। মানুষ ঘর থেকে বের হতে পারেননি। বলা যায়, দর্শক তখন কোনো সিনেমাই দেখেননি। তারপরও বলব, তুলনামূলক সেল রিপোর্ট তখনো ভালো ছিল। এ ছাড়া বাংলাদেশের মানুষ খেলাপ্রেমী। ক্রিকেট খেলা চলার কারণে দর্শক হলে কম ভিড় করেছেন। এ কারণে শুরুর দিকে দর্শক হলে আশানুরূপ কম গিয়েছেন, পরে দর্শক হলে ভিড় জমিয়েছেন। আমি বেশ কিছু হলে সিনেমাটি দেখেছি। প্রত্যেকটা হলে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাছাড়া আমাদের সেল রিপোর্ট এখন ভালো। আশা করছি, চলতি সপ্তাহেও দাপটের সঙ্গে সিনেমাটি প্রেক্ষাগৃহে চলবে।’

তিনি আরো বলেন, ‘নোলক’ সিনেমার প্রচারের সময় নায়ককে পাইনি। পেলে হয়তো আরো ভালো হতো। আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ। তারা আমার ডাকে সাড়া দিয়ে হলে গিয়েছেন এবং সিনেমাটি দেখে তাদের হতাশ হতে হয়নি। এটাই আমার বড় সার্থকতা। দর্শকদের ভালোবাসায় আমি মুগ্ধ। তাদের কাছে ঋণী হয়ে গেলাম। দর্শকদের বলতে চাচ্ছি— মৌলিক গল্পের দেশি সিনেমা দেখুন।’

২০১৭ সালে শাকিব খান-ববিকে নিয়ে এই সিনেমার শুটিং শুরু হয়। সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেন সাকিব সনেট। বি হ্যাপি এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘নোলক’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। শাকিব-ববি ছাড়াও এতে অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, তারিক আনাম খান, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত প্রমুখ।

২০০৯ সালে বহুল আলোচিত ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ : দ্য সার্চ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় ববির অভিষেক হয়। এরপর ববি অভিনীত মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমাগুলো হলো— ‘দেহরক্ষী’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘রাজত্ব’, ‘হিরো : দ্য সুপারস্টার’, ‘আই ডোন্ট কেয়ার’, ‘স্বপ্নছোঁয়া’, ‘অ্যাকশন জেসমিন’, ‘ব্ল্যাকমেইল’, ‘বিজলী’ প্রভৃতি।




রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়