ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কলকাতার আগেই বাংলাদেশে টলিউড সিনেমা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ১৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কলকাতার আগেই বাংলাদেশে টলিউড সিনেমা

বিনোদন প্রতিবেদক: সাফটা চুক্তির মাধ্যমে বিদেশি সিনেমা বাংলাদেশে মুক্তি পেয়ে আসছে। এই তালিকায় ভারতীয় সিনেমা এগিয়ে।

মুক্তি পাওয়া এসব সিনেমার অধিকাংশই ভারতে মুক্তি পাওয়ার অনেক দিন পর কিংবা একই দিন বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পায়। এবার কলকাতায় মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে টলিউড সিনেমা ‘ভোকাট্টা’। বিনিময় চুক্তির ভিত্তিতে কলকাতায় মুক্তি পাচ্ছে বাংলাদেশে মুক্তি পাওয়া ‘বয়ফ্রেন্ড’ সিনেমাটি।

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া আমদানি করছে ‘ভোকাট্টা’ সিনেমাটি। গত ৩ জুন, তথ্য মন্ত্রণালয় থেকে সিনেমাটি বাংলাদেশে মুক্তির অনুমতি পেয়েছে। অন্যদিকে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ ‘বয়ফ্রেন্ড’ সিনেমাটি নিচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

‘ভোকাট্টা’ সিনেমা পরিচালনা করেছেন উড়িষ্যার পরিচালক রমেশ রাট। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ওম এবং এলিনা। এটি বাংলাদেশে মুক্তি পাবে আগামী ২১ জুন। আগামী ২৮ জুন, কলকাতায় মুক্তি পাবে ‘বয়ফ্রেন্ড’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। এতে অভিনয় করেছেন তাসকিন রহমান রহমান ও সৌমি। বাংলাদেশের পাশাপাশি কলকাতার কয়েকজন শিল্পীও এতে অভিনয় করেছেন। চলতি বছরের পয়লা বৈশাখ দেশের ৯৭টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছিল।

সর্বশেষ গত ৪ জানুয়ারি, জয়া আহসান অভিনীত ‘বির্সজন’ সিনেমাটি সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পায়।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়