ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সঞ্জয় দত্তের কাছে অনিল কাপুরের সাহসী প্রশ্ন

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৮, ২০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সঞ্জয় দত্তের কাছে অনিল কাপুরের সাহসী প্রশ্ন

সঞ্জয় দত্ত, অনিল কাপুর

বিনোদন ডেস্ক: নির্মাতা সঞ্জয় গুপ্তা। সম্প্রতি বলিউড পরিচালক হিসেবে ২৫ বছর পূর্ণ করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে কান্তি, মুসাফির, জিন্দা, শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা, শুটআউট অ্যাট ওয়াদালা, কাবিলসহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন।

কিন্তু মাঝে ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন এ নির্মাতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন তিনি। সঞ্জয় গুপ্তা বলেন, ‘কান্তি সিনেমার পর আর পেছনে ফিরে তাকানোর কথা নয়, কিন্তু শুটআউট অ্যাট ওয়াদালা সিনেমার আগে চার বছরের বিরতি নিতে হয়। ফিল্ম ইন্ডাস্ট্রির নব্বই শতাংশ ব্যক্তি আমার সঙ্গে কাজ করতে চায়নি। সঞ্জয়ের সঙ্গে বিবাদের পর আমার সঙ্গে কাজ করতে নিষেধ করা হয়েছিল। এটা জীবনের খুবই খারাপ একটা সময় ছিল। আমি হাল ছেড়ে দিয়েছিলাম। আমি একটি হোটেলে কাজ নিয়েছিলাম এবং সপ্তাহে চার দিন সেখানে যেতাম। যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে কোনো কাজ পাচ্ছিলাম না, ধরে নিয়েছিলাম এটিই আমার ভবিষ্যৎ।’

এ নির্মাতা জানান, একদিন সন্তানকে কোলে নিয়ে হঠাৎ মনে প্রশ্ন জাগে- সন্তানের জন্য কী রেখে যাচ্ছে? এ ভাবনাই তাকে ফিরে আসতে সাহায্য করে। তিনি বলেন, ‘মাত্র ১৫ বছর বয়সে শুরু করেছিলাম, ২২ বছর বয়সে প্রথম সিনেমা নির্মাণ করেছি, তাহলে ৪০ বছর বয়সেই কেন হাল ছেড়ে দিচ্ছি? একতা কাপুর ও আমি শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা সিনেমার সিক্যুয়েল তৈরির বিষয়ে আলোচনা করেছিলাম। ফোন হাতে নিলাম ও তাকে বললাম, আমি প্রস্তুত। তারপর জন আব্রহাম ও অনিল কাপুরের সঙ্গে দেখা করলাম, তারা রাজি হলেন। কিন্তু তাদেরও আমার সঙ্গে কাজ করতে নিষেধ করা হয়েছিল।’

সেই সময় তার পাশে দাঁড়ানোর জন্য অনিল কাপুরকে ধন্যবাদ জানিয়ে সঞ্জয় গুপ্তা বলেন, “অনিল একটি বিবৃতিতে বলেছিলেন, ‘যদি সাঞ্জু (সঞ্জয় দত্ত) সরাসরি আমাকে বলে, গুপ্তার সঙ্গে কাজ করো না, আমি করব না। কিন্তু কেন করব না, তাকে একটি কারণ দেখাতে হবে।’ তার সমর্থনে এরকম একটি সাহসী বক্তব্য দেয়ার জন্য অনিল কাপুরের কাছে আমি কৃতজ্ঞ।’’

সঞ্জয় গুপ্তার পরবর্তী সিনেমা মুম্বাই সাগা। আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত সিনেমাটিতে অভিনয় করবেন জন আব্রাহাম, সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, ইমরান হাশমি, প্রতীক বাব্বর, রোনিত রায়, অমল গুপ্তা, গুলশান গ্রোভার প্রমুখ। আগামী জুলাইয়ে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।





রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৯/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়