ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

দুই নাটক নিয়ে ভারত যাচ্ছে পদাতিক

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ২৪ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই নাটক নিয়ে ভারত যাচ্ছে পদাতিক

বিনোদন ডেস্ক: দুই নাটক নিয়ে ভারত সফরে যাচ্ছে ঢাকাই মঞ্চের জনপ্রিয় নাট্য দল পদাতিক নাট্য সংসদ। আজ সোমবার রাতে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে নাট্য দলটির সদস্যরা।

নাট্য দলটির প্রচার ও গণযোগাযোগ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শিমুল বলেন, ‘‘কার্টেন কলের আয়োজনে কার্নিভ্যাল শিরোনামে আন্তর্জাতিক নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণ করতে ভারত সফরে যাচ্ছে পদাতিক। কলকাতার মধুসূধন মঞ্চে আগামী ২৬ জুন, ‘কালরাত্রি’ ও ২৭ জুন, ‘গুণজান বিবির পালা’ নাটকটি মঞ্চস্থ হবে।’’

পদাতিক নাট্য সংসদের আলোচিত প্রযোজনা ‘কাল রাত্রি’। লামিসা শিরীন হোসাইনের ‘লোন সার্ভাইভার’ গল্প অবলম্বনে পদাতিকের ৩৮তম এ প্রযোজনার নাট্যরূপ দিয়েছেন ড. তানভীর আহমেদ সিডনী। নির্দেশনায় রয়েছেন— ওয়াহিদুল ইসলাম।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন— শাখাওয়াত হোসেন শিমুল, মো. ইমরান খাঁন, ইকরামুল ইসলাম, নুসরাত চমক, জিতু, জয় মন্ডল, ফরহাদ সুমন, শরীফুল ইসলাম, প্রান্ত, শোভন, মিরা, মৃত্তিকা, মশিউর রহমান ও সাঈদা শামছি আরা।

নাটকটির আলোক পরিকল্পনায়— অতিকুল ইসলাম জয়, পোশাক ও কোরিওগ্রাফি- সাঈদা শামছি আরা, অডিও ভিজ্যুয়াল হামিদুর রহমান পাপ্পু, বাচিক তাসমী চোধুরী। ২০১৬ সালের ৬ নভেম্বর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। 

অন্যদিকে ‘গুনজান বিবির পালা’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন— মমিনুল হক দীপু, মশিউর রহমান, সাঈদা শামছি আরা, শাখাওয়াত শিমুল, জয় মন্ডল, মো. ইমরান খাঁন, সালমান শুভ চৌধুরী, চমক তারা, ফরহাদ সুমন, জিতু, শরীফুল ইসলাম, জীবন, শোভন, মৃত্তিকা, মিরা, রাশেদ।

নাটকটির মঞ্চ পরিকল্পনায় রয়েছেন সঞ্জীব কুমার দে, আলোক পরিকল্পনায় অতিকুল ইসলাম জয়, পোশাক, দ্রব্য ও কোরিওগ্রাফি সৈয়দা শামছি আরা সায়েকা, সংগীত হামিদুর রহমান পাপ্পু, হুমায়ন আজম রেওয়াজ, জামান, মনির দেওয়ান ও রাশেদ। নাটকটির প্রযোজনা অধিকর্তা সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুন ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়