ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যশোরে পথশিশুদের অঙ্কন প্রতিযোগিতা

মাহমুদ ইমরান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ২৭ মার্চ ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে পথশিশুদের অঙ্কন প্রতিযোগিতা

অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া পথশিশুরা

বিশেষ প্রতিবেদক
যশোর, ২৭ মার্চ : যশোরে পথশিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চিলড্রেন’স হ্যাভেন নামের একটি সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করেন। অঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে চিলড্রেন’স হ্যাভেনের ৪০ জন পথশিশু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন শিশু সংগঠক সেলিম উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা বগুড়া জোনের এরিয়া ম্যানেজার নাজমুল হুদা, ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন, আবু ইউশা তালুকদার, হাফিজুর বাবু, ফরিদ আহমেদ, রুখসানা রাখি।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইয়ুথ ডেভলপমেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট এস এম আল মাহমুদ। পরে আনন্দ র‌্যালি বের করে পথশিশুসহ অনুষ্ঠানের আয়োজক গন।

প্রসঙ্গত, এক বছর আগে স্থানীয় সাতজন শিক্ষার্থী মিলে বিদ্যালয় থেকে ঝরে পড়া ১৭ জন পথ শিশুদের আবারও বিদ্যালয়ে পাঠানোর উদ্যোগ নেন। তাদের নিজস্ব অর্থায়নে কাজ শুরু করেন। পরে তারা চিলড্রেন হ্যাভেন নামের একটি সংগঠন গঠন করেন। বর্তমানে সংগঠনটির অর্থায়নে ৯৬ জন পথশিশু পড়াশোনা করছেন।


রাইজিংবিডি/মাহমুদ ইমরান/আজাদ/রণজিৎ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়