ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

র‌্যাব বিলুপ্তির কারণ নেই : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ইকবাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ৭ জুন ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
র‌্যাব বিলুপ্তির কারণ নেই : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খান

নেত্রকোনা প্রতিনিধি : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খান বলেছেন, র‌্যাব বিলুপ্তির কোন কারণ নেই। এ্যালিট ফোর্স হিসেবে র‌্যাব সদস্যরা দেশে ব্যাপক সফলতা লাভ করেছে। দু’একজন ব্যক্তির জন্য পুরো বাহিনী বিলুপ্তির প্রশ্ন অবান্তর।
নেত্রকোনার আটপাড়া থানা প্রাঙ্গনে শনিবার দুপুরে এডিবির অর্থায়নে ২ কোটি ১ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত ভবন উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসাদুজ্জামান খান।

তিনি আরো বলেন, ‘সম্প্রতি হবিগঞ্জের গহিন জঙ্গলে বাংকারে রক্ষিত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদের তথ্য র‌্যাবের গোয়েন্দারা উদ্‌ঘাটন করতে সফল হয়েছেন। এ ছাড়াও ফেনী, লক্ষ্মীপুরের ঘটনাসহ দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি দমনে এ্যালিট ফোর্স র‌্যাব ভাল কাজ করেছে।’

নারায়ণগঞ্জে সাত হত্যার ঘটনায় র‌্যাবের সম্পৃক্ততায় জড়িতদের এরই মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘গহিন জঙ্গলের বাংকারে মজুদ রাখা অস্ত্রগুলো কোথা থেকে কীভাবে এসেছে সে ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়টিও জাতির সামনে তুলে ধরা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান খান বলেন, ‘অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগের হলেও তাকে ক্ষমা করা হবে না।’

জননেত্রী শেখ হাসিনার সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীকে আরো আধুনিক করতে সরকার কাজ করে যাচ্ছে। শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ ছাড়াও হাওর এলাকার জনগণের কল্যাণে নৌপুলিশ গঠনের কাজ শুরু হয়েছে।’

প্রতিমন্ত্রী কমিউনিটি পুলিশিংকে আরো গতিশীল করে জনগণের সঙ্গে পুলিশের সেতুবন্ধন দৃঢ় করার আহবান জানান।
নেত্রকোনা পুলিশ সুপার মো. জাকির হোসেন খানের সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বিপিএম পিপিএম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান, সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, মঞ্জুর কাদের কোরায়শী, জেলা প্রশাসক ড. মো. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নূর খান মিটু, পিপি জিএম খান পাঠান বিমল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান উদ্দিন আহমেদ, সম্পাদক আবু নাসের তালুকদার মিলু প্রমুখ।

 

রাইজিংবিডি/ঢাকা/৭ জুন ২০১৪/ইকবাল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়