ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্রাভোর রেকর্ড

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ৪ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রাভোর রেকর্ড

২০০ উইকেট শিকারের পর ব্রাভোর উল্লাস

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি খেলতে খেলতে হাত পুরো পাকিয়ে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। যেমন ব্যাটিং ঠিক তেমন বোলিং। আইপিএল, বিপিএল, চ্যাম্পিয়ন্স লিগ, এসএলপিএল, অস্ট্রেলিয়ান লিগ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। এখন খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। লিগে নিজেকে নতুন উচ্চতায় নিয়েছেন ব্রাভো।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২০০ উইকেট শিকার করেছেন ডোয়াইন ব্রাভো। ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের হয়ে সেন্ট লুসিকা জুকসের টিনো বেস্টকে আউট করে ক্যারিবিয়ান খেলোয়াড়দের মধ্যে এ রেকর্ড সৃষ্টি করেন ব্রাভো। ব্রাভোর পিছনে আছেন স্পিনার নারিন। ১৩৪ ম্যাচে নারিনের শিকার ১৭৩ এবং পোলার্ডের ২৪০ ম্যাচে ১৭২ উইকেট।

২০৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ব্রাভো টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার অষ্টম স্থানে রয়েছেন ।শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা।২৬৪ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।

 

রাইজিংবিডি/ঢাকা/৪ আগস্ট ২০১৪/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়