ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পাবনা-৩ আসনে মৌসুমী প্রার্থীরা মহাসরব !

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৮, ৮ জুলাই ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
পাবনা-৩ আসনে মৌসুমী প্রার্থীরা মহাসরব !

আবদুল মান্নান পলাশ
চাটমোহর, ৮ জুলাই: সংসদ নির্বাচন ঘিরে প্রাক প্রচারনা শুরু হয়ে গেছে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে।

এ ক্ষেত্রে ক্ষমতাসীন দলের চেয়ে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা এগিয়ে। স্থানীয় নেতাকর্মীরা এসব প্রার্থীদের মৌসুমি প্রার্থী হিসাবে দেখলেও তারা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন।

এ আসনের ৩ উপজেলার দলীয় নেতাকর্মীরা এসব প্রার্থীর সাথে গ্রামে-গঞ্জে প্রচারনায় অংশ নিচ্ছেন। মনোনয়ন প্রত্যাশীরা অধিকাংশের বসবাসই ঢাকায়। কেউ ব্যবসায়ী, কেউ সামরিক বাহিনী থেকে অবসারপ্রাপ্ত, কেউবা প্রবাসী। তৃণমূলের দলীয় রাজনীতির মূলধারার সঙ্গে সক্রিয় নেতা তারা কেউ নয় ।

বর্তমান সরকারের মেয়াদ প্রায় শেষ। নির্বাচন কেমন হবে তা এখনো সংশয়ে। ১৪ দল অনঢ় তত্বাবধায়কে। তার কোন চিন্তা নেই এসব অদম্য প্রার্থীর। দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় পর্যায়ে লবিং গ্রুপিং অব্যাহত রেখেই মাঠ পর্যায়ে দলীয় অবস্থান, পরিচিতি ঠিক করতে ছুটে আসছেন ঢাকা থেকে।

ঈদের-পুজোর ও নববর্ষের শুভেচ্ছা জানাতে তারা ইতিমধ্যেই ৩ উপজেলার পৌর সদরসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলের হাটে-ঘাটে-মাঠে বাজারের গুরুত্বপূর্ন স্থানে, সড়কের মোড়ে, বিদ্যুতের খুঁটিতে ডিজিটাল প্যানা প্লাকার্ড ও ডিজিটাল শুভেচ্ছা পোষ্টার লাগিয়ে দিয়েছেন।

তাদের মধ্যে কয়েকজন এখানেই থেমে নেই। প্রতি সপ্তাহে ২/৩ দিন ঢাকা থেকে দামী গাড়ী হাঁকিয়ে এসে গ্রামাঞ্চলে জলসা, মতবিনিময়, শুভেচ্ছা বিনিময়, বন্ধুসভা, কর্মীসভার নামে মসজিদ, মন্দির, কবরস্থানসহ নানা রকম ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে দান-অনুদান বিতরন করছেন।

আ.লীগ ও বিএনপি উভয় দলেরই মনোনয়ন প্রত্যাশীরা আছেন এই আগাম নির্বাচনী প্রচারনায়। তবে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের ৩ জন এগিয়ে রয়েছেন।

এরা হলেন- ফরিদপুর উপজেলার বাসিন্দা সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শল (অবঃ) ফকরুল আযম রনি, চাটমোহর উপজেলার বাসিন্দা চাটমোহর পৌরসভার মেয়র ও জেলা বিএনপি নেতা হাসাদুল ইসলাম হীরার বড় ভাই সেন্ট্রি সিকিউরিটি লিমিটেড এর নির্বাহী পরিচালক হাসানুল ইসলাম রাজা এবং ভাঙ্গুড়া উপজেলার বাসিন্দা শিল্পপতি রাজিউল হাসান বাবু।

অপরদিকে ফরিদপুর উপজেলার বাসিন্দা সাবেক ছাত্রলীগ নেতা বর্তমানে উপজেলা আ.লীগের সহ-সভাপতি আমেরিকা প্রবাসী আবুল কালাম আজাদ দামী প্যান প্লাকার্ড ও পোষ্টারে সকলের নজর কেড়েছেন।

আ.লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে ডিজিটাল প্যান প্লাকার্ডে ক্যালেন্ডার দিয়ে প্রচারে নেমেছেন ভাঙ্গুড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত জাতিসংঘ সদস্য মুক্তিযোদ্ধা আ ন ম মেছবাহুর রহমান।

কয়েকদিন আগে মাঠে নেমেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চাটমোহর উপজেলার একদার বাসিন্দা আব্দুল হামিদ মাষ্টার।

আবার প্রচারনায় নেমেও থেমে গেছেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ব্যাংক কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মাজেদ। বর্তমানে প্রায় ৩ লাখ ভোটারের আসনটিতে সরকারী দলের সাংসদ রয়েছেন মকবুল হোসেন।

তিনি ৩ উপজেলার মাঝখানের সবচেয়ে ছোট উপজেলা ভাঙ্গুড়ার বাসিন্দা। আর দুআবার বিএনপি’র সাংসদ ২ বার উপজেলা চেয়ারম্যান চাটমোহর উপজেলা বিএনপি’র সভাপতি কেএম আনোয়ারুল ইসলাম দল গোছাতে ব্যস্ত রয়েছেন।

পাবনা-৩ আসনের ভোটাররা আগাম নির্বাচনী প্রচারনা দেখতে পেয়ে খুশিই মনে হচ্ছে। তবে দলীয় নেতৃত্বের মূলধারার পেশাদার রাজনৈতিক নেতারা আছেন বেশ পেরেশানিতে। আছেন বেশ চিন্তায়। শিল্পপতি ও সামরিক অবঃ এ দু’টোই তাদের চিন্তায় ফেলেছে।

 

রাইজিংবিডি / শামটি


রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়