ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ভূ-উপরিস্থ পানির ব্যবহারে পুকুর খনন করা হবে’

আসাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ১৪ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ভূ-উপরিস্থ পানির ব্যবহারে পুকুর খনন করা হবে’

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ভূ-গর্ভস্থ পানির যথেচ্ছ ব্যবহারের কারণে পানিরস্তর প্রতিনিয়ত নিচে নেমে যাচ্ছে।

 

ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করতে পুকুর খনন প্রকল্প গ্রহণ করা হয়েছে। 

 

সোমবার সচিবালয়ে পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া-এর পরিচালনা পর্ষদের ৪৩তম বোর্ড সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

 

এ সময় মন্ত্রী ভূ-গর্ভস্থ পানিরস্তর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে প্রায়োগিক গবেষণা চালানোর জন্য বগুড়া পল্লি উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

 

পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, উন্নয়নের পূর্বশর্ত দক্ষ মানব সম্পদ সৃষ্টি। এ জন্য আরডিএ’র মতো বিভাগীয় পর্যায়ে আরো একাডেমি করার চিন্তা-ভাবনা চলছে।

 

সভায় একাডেমির প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার কার্যক্রম ও প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ নভেম্বর ২০১৬/আসাদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়