ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মহাখালীতে আধুনিক পশু জবাইখানা

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ২১ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মহাখালীতে আধুনিক পশু জবাইখানা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে আধুনিক পশু জবাইখানা উদ্বোধন করা হয়েছে। এখানে প্রতিদিন ছোট-বড় প্রায় ৩০০টি পশু জবাই করা সম্ভব হবে।

 

সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম এ জবাইখানার উদ্বোধন করেন।

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. মঞ্জুর-ই-মওলা জানান, রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে স্বাস্থ্যকর পরিবেশে জবাইকৃত মাংস সরবরাহের সুবিধার্থে ডিএনসিসি’র উদ্যোগে ইউএসএ’র অর্থায়নে এবং ইসলামিক রিলিফ, বাংলাদেশের সহায়তায় আধুনিক এ পশু জবাইখানাটি নির্মাণ করা হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসি’র পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. তারিক বিন ইউসুফ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমদাদুল হক, ইসলামিক রিলিফের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাবেল ফিরোজ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. নাছিরসহ ডিএনসিসির কর্মকর্তারা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ নভেম্বর ২০১৬/আরিফ সাওন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়