ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মুক্তিযুদ্ধের নাটকে প্রিমা

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ১৮ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুক্তিযুদ্ধের নাটকে প্রিমা

প্রিমা

বিনোদন ডেস্ক : খণ্ড ও ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মডেল অভিনেত্রী প্রিমা। এবার প্রথমবারের মতো মুক্তিযুদ্ধের নাটকে অভিনয় করলেন এই অভিনেত্রী।

 

 

‘পাপ প্রায়শ্চিত্ত’ শিরোনামের এ নাটকটি রচনা করেছেন ম. ম. র. রুবেল। পরিচালনা করেছেন- বর্ণ নাথ।  এতে দেখা যাবে প্রিমাকে।

 

এ নাটক প্রসঙ্গে রাইজিংবিডিকে প্রিমা বলেন,  ‘মুক্তিযুদ্ধের গল্পে কাজ করে অনেক ভালো লেগেছে কিছু কিছু বিষয় হৃদয় ছোঁয়েছে। আরো ভালো লেগেছে গাজী রাকায়েত স্যার ও ছন্দা আপার সঙ্গে কাজ করতে পেরে। উনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।’

 

এ নাটকে মুক্তিযোদ্ধার কন্যার চরিত্রে অভিনয় করেছেন প্রিমা। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে প্রিমা ছাড়াও আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত,  গোলাম ফরিদা ছন্দা, জয় রাজ, তন্দ্রা, সুহেল সিরাজসহ অনেকে।

 

আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। নাটকটি প্রযোজনা করেছে রেনেসাঁ টেলিহাউজ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ ডিসেম্বর ২০১৬/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়