ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফারাক্কা ও গাজলডোবা বাঁধ ভেঙে দেওয়ার দাবি

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ১৩ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফারাক্কা ও গাজলডোবা বাঁধ ভেঙে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক : ফারাক্কা ও গাজলডোবা বাঁধ ভেঙে দেওয়ার দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও জাতীয় নদী রক্ষা আন্দোলন এ দাবি জানিয়েছে।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানানো হয়। এছাড়া জাতিসংঘ পানিপ্রবাহ আইনের ভিত্তিতে গঙ্গা ও তিস্তা অববাহিকায় আঞ্চলিক পানি ব্যবহার চুক্তি নিশ্চিত করারও দাবি জানিয়েছে সংগঠন দুটি।

বাপার সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন বলেন, আমাদের দাবি প্রথমত, ফারাক্কা ও গাজলডোবা বাঁধ ভেঙে দাও। দ্বিতীয়ত, ভারত ও বাংলাদেশ মিলে গঙ্গা ও তিস্তা অববাহিকায় পরিবেশবান্ধব পানি ও অববাহিকা ব্যবস্থাপনা নিশ্চিত করো। তৃতীয়ত, বাংলাদেশ ও ভারতের মধ্যে জাতিসংঘ পানিপ্রবাহ আইন ১৯৭/২০১৪ অনুসমর্থন ও তার ভিত্তিতে আন্তঃনদী পানি ব্যবহার চুক্তি সই ও বাস্তবায়ন করো।

তিনি বলেন, কয়েকদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন। আশা করি এ সফরে এসব বিষয় প্রাধান্য পাবে।

জাতীয় নদী রক্ষা আন্দোলনের সদস্য শেখ রোকন বলেন, নদীকে সাগরের দিকে যেতে দিতে হবে। অন্যথায় সাগর নদীর দিকে চলে আসবে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, নদী রক্ষার বিষয়টি মানবাধিকারের সঙ্গে সম্পৃক্ত। তাই এ বিষয়টিকে সামনে রেখেই পানির ন্যায্য হিস্যা আদায়ে উদ্যোগ নিতে হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৭/সাওন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়