ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জলবায়ু পরিবর্তনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-জর্ডান

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ৪ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জলবায়ু পরিবর্তনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-জর্ডান

সচিবালয় প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনে একসঙ্গে কাজ করবে জর্ডান ও বাংলাদেশ। এ লক্ষ্যে জর্ডানের সঙ্গে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে পারস্পরিক সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং কিংডম অব জর্ডানের পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে জলবায়ু পরিবর্তনে পারস্পরিক সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার জর্ডানের রাজধানী আম্মানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও জর্ডানের পরিবেশ মন্ত্রী ড. ইয়াসিন এম খায়াত নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় স্থানীয় সরকার সচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন।

স্মারকের উল্লেখযোগ্য দিকগুলো হলো- ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করে এ সংক্রান্ত অভিযোজনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাস্তুসংস্থান, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনজনিত ভবিষ্যৎ ক্ষতির হাত থেকে উভয় দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার নীতিগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও জনগণের জীবনমান উন্নয়নকে এ স্মারকে গুরুত্ব প্রদান করা হয়েছে।

সমঝোতা স্মারকের ১০টি অনুচ্ছেদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো- সংকটাপন্ন খাতের ক্ষতির শিকার জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনজনিত সহনীয়তা বৃদ্ধি; জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি নির্ধারণ এবং অভিযোজনে পারস্পরিক জ্ঞান বিনিময়; জলবায়ু পরিবর্তনসংক্রান্ত নীতি, কৌশল ও পরিকল্পনা গ্রহণ এবং এ সংক্রান্ত অভিযোজনে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়; জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি থেকে প্রকৃতি, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্র্যকে রক্ষা; সমুদ্র ও উপকূলীয় সম্পদকে ঝুঁকি হতে রক্ষা।



রাইজিংবিডি/ঢাকা/৪ এপ্রিল ২০১৭/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়