ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যুক্তরাজ্যের ২৪টি যুদ্ধবিমান কিনছে কাতার

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৪, ১৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাজ্যের ২৪টি যুদ্ধবিমান কিনছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের কাছ থেকে ২৪টি যুদ্ধবিমান কিনছে কাতার। এ নিয়ে দুদেশের মধ্যে একটি চুক্তি হয়েছে।

উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর এটি কাতারের দ্বিতীয় বৃহত্তম সামরিক চুক্তি। এ চুক্তির আওতায় যুক্তরাজ্যের কাছ থেকে ২৪টি টাইফুন যুদ্ধবিমান পাবে কাতার।

কাতারি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল-আতিয়াহ ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল ফ্যালন চুক্তিতে স্বাক্ষর করেছেন। ফ্যালন বলেছেন, ‘যুক্তরাজ্যের কৌশলগত অংশীদার কাতারের সঙ্গে এটিই প্রথম কোনো বড় ধরনের সামরিক চুক্তি।’

তিনি আরো বলেন, ‘আমাদের প্রতিরক্ষা সম্পর্কের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি এবং আমাদের দুই দেশের মধ্যে গভীর প্রতিরক্ষা সহযোগিতার জন্য একটি ভিত্তি।’

যুদ্ধবিমান তৈরির প্রকল্প ‘ইউরোপফাইটার টাইফুন’ একটি যৌথ প্রকল্প। ব্রিটিশ প্রতিরক্ষা গ্রুপ বিএই এবং ফ্রান্সের এয়ারবাস ও ইতালির ফিনমেকানিকা যৌথভাবে প্রকল্পটি চালায়।

তবে কী পরিমাণ অর্থ দিয়ে ২৪টি যুদ্ধবিমান কিনছে কাতার, তা জানানো হয়নি। ২০১৪ সালে সৌদি আরবের কাছে ৭২টি টাইফুন যুদ্ধবিমান বিক্রির চুক্তি করেছিল বিএই। চুক্তি মূল্য ছিল ৬০০ কোটি ডলার।

তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ সেপ্টেম্বর ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়