ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘তাজিয়া মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা বলয়’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তাজিয়া মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা বলয়’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘পবিত্র আশুরার তাজিয়া মিছিল কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবে। এজন্য ডিএমপির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার হোসনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘অতীতের অভিজ্ঞতার আলোকেই এবারের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের ‍বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য মিছিলের সামনে-পেছনে বিপুল সংখ্যক পোশাক পরিহিত পুলিশ, র‌্যাব ও সরকারের গোয়েন্দা সংস্থা মোতায়েন থাকবে।’

তিনি বলেন, ‘মিছিলের শুরু থেকেই অংশগ্রহণ করতে হবে। মিছিল শুরুর পর কোনোভাবেই মাঝপথে মিছিলে প্রবেশ করা যাবে না।’



রাইজিংবিডি/ঢাকা/২৮ সেপ্টেম্বর ২০১৭/মাকসুদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়