ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ সম্ভাব্য একাদশ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১০, ২৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক : দুই ম্যাচ টেস্টের প্রথমটিতে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্ক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় দু্ইটায় শুরু হবে ম্যাচটি।

২০১১ সালের পর থেকে উপমহাদেশের দলগুলোর বিপক্ষে ঘরের মাঠে হারেনি দক্ষিণ আফ্রিকা। নিজেদের কন্ডিশনে দুর্দান্ত দলটি। ফর্মে থাকা তারকা খেলোয়াড়দের নিয়ে আজ বাংলাদেশকে আতিথ্য দেবে প্রোটিয়ারা। প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ, এ প্রশ্ন এখন ঘুরে-ফিরে টাইগার সমর্থকদের মনে।

দক্ষিণ আফ্রিকার মতো বিরুদ্ধ কন্ডিশনে শক্তিশালী পেস আক্রমণ নিয়ে একাদশ সাজাতে চাইবে বাংলাদেশ। ৯ বছর পর প্রোটিয়াদের ঘরের মাঠে টেস্টে খেলতে গেছে বাংলাদেশ। বিশ্রামের কারণে দলটিতে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রস্তুতি ম্যাচের আগে তামিম ও সৌম্য চোটে পড়লেও এখন সুস্থ আছেন তারা। এছাড়া ভিসা জটিলতার কারণে প্রথমে রুবেলকে নিয়ে শঙ্কা তৈরি হলেও সে সমস্যারও সমাধান হয়েছে। তারপরও কেমন হতে পারে টাইগার একাদশ?

দেখে নিন প্রথম টেস্টের সম্ভাব্য একাদশ :
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক/লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।




রাইজিংবিডি/ঢাকা/২৮ সেপ্টেম্বর ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়