ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৬ষ্ঠ এশিয়ান ট্যুরিজম ফেয়ার উদ্বোধন

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ২৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬ষ্ঠ এশিয়ান ট্যুরিজম ফেয়ার উদ্বোধন

জ্যেষ্ঠ প্রতি‌বেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের মানুষ অতিথিপরায়ন। দেশের মানুষের অতিথিপরায়নতার কথা সর্বজনবিদিত। হাসিমুখে অনুপম এ আতিথেয়তাকে পর্যটন বিকাশের প্রথম আকর্ষণে পরিণত করে পর্যটনকে আমাদের সংস্কৃতির অংশে পরিণত করতে হবে।

তিনি আরো বলেন, এ দেশের পাহাড়-নদী-সমুদ্র সমতল-ষড়ঋতু মানে প্রকৃতিকে ট্যুরিস্ট প্রডাক্ট হিসেবে গড়ে তুলতে হবে। সরকার পরিকল্পিত পর্যটন উন্নয়নে ট্যুরিজম মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে। এ প্ল্যান বাস্তবায়িত হলে পর্যটনের  উল্লম্ফন ঘটবে। 

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী ষষ্ঠ এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মাসিক পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলালের সভাপতিত্বে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত মেলায় বক্তৃতা করেন বিপিসির চেয়ারম্যান আখতারুজজামান খান কবির, বিটিবির প্রধান নির্বাহি কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন প্রমুখ।

 

 

রাইজিংবি‌ডি/ঢাকা/২৮‌ সে‌প্টেম্বর ২০১৭/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়