ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মুজাহিদের রায় যেকোনো দিন

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ৫ জুন ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
মুজাহিদের রায় যেকোনো দিন

স্টাফ রিপোর্টার
ঢাকা, ৫ জুন : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদদের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যে কোনো দিন রায় দেয়া হবে জানিয়েছে ট্রাইব্যুনাল।

বুধবার সকালে আসামীপক্ষের যুক্তিতর্কের ওপর রাষ্ট্রপক্ষ সমাপনী জবাব দেয়। এরই মধ্য দিয়ে শেষ হয় মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার।

পরে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২  বুধবার মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।  

এর আগে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ আসামিপক্ষের দেওয়া যুক্তি খণ্ডন শেষ করেন। এ সময় মুজাহিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে রাষ্ট্রপক্ষ। এরপর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখার আদেশ দেন ট্রাইব্যুনাল। এ সময় আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন মুজাহিদ।
 
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মুজাহিদের বিরুদ্ধে ২০১১ সালের ১১ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ প্রথম আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ট্রাইব্যুনাল তা ফেরত দিয়ে সুবিন্যস্ত করে পুনর্দাখিলের আদেশ দিলে চলতি বছরের ১৬ জানুয়ারি অভিযোগ পুনর্দাখিল করা হয়।

২৬ জানুয়ারি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ২৫ এপ্রিল এই মামলা ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। এই ট্রাইব্যুনালে নতুন করে অভিযোগের বিষয়ে শুনানি হয়।

এটি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চতুর্থ রায়। এর আগে জামায়াতের সাবেক নেতা আবুল কালাম আযাদ, জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেন এই ট্রাইব্যুনাল।


রাইজিংবিডি/ এএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়