ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বইমেলায় রাইজিংবিডির ‘সমকালীন সাহিত্য ভাবনা’

32,36 || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় রাইজিংবিডির ‘সমকালীন সাহিত্য ভাবনা’

ছবি : শাহীন ভূঁইয়া

আরিফ সাওন ও আবু বকর ইয়ামিন : এই প্রথমবারের মতো অমর একুশে গ্রন্থমেলায় ‘সমকালীন সাহিত্য ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় অমর একুশে গ্রন্থমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে রাইজিংবিডি স্টলে এ বৈঠকের আয়োজন করা হয়।

রাইজিংবিডির নির্বাহী সম্পাদক তাপস রায়ের সভাপতিত্বে কবি শিহাব শাহরিয়ারের সঞ্চালনায় বৈঠকে অংশ নেন এ সময়ের জনপ্রিয় ছয় তরুণ কবি। তারা হলেন- পিয়াস মজিদ, গিরীশ গৈরিক, জব্বার আল নাঈম, রাসেল রায়হান, আশরাফ জুয়েল, সালেহীন শিপ্রা।

এ সময় উপস্থিত ছিলেন রাইজিংবিডির সহকারী বার্তা সম্পাদক রাসেল পারভেজ, কবি অহ নওরোজ ও রাইজিংবিডির সহসম্পাদক সাইফ বরকতুল্লাহ।

বৈঠকে সমকালীন সাহিত্যের বিভিন্ন ভাবনা নিয়ে আলোচনার পাশাপাশি প্রতি মাসে একটি সাহিত্য আড্ডা আয়োজনের জন্য রাইজিংবিডির প্রতি প্রস্তাব রাখেন আলোচকরা।

পিয়াস মজিদ বলেন, ‘দেশের শিল্প, সাহিত্য, অর্থনীতি নির্বিশেষে সব উন্নয়নে তরুণ প্রজন্মের অবদানের কথা সবাই বলে থাকেন। রাইজিংবিডি এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। আমার লেখার উদ্দেশ্যও মূলত তাদেরকে (তরুণদের) কেন্দ্র করেই। উত্তরসূরিদের হাতে নতুন প্রত্যয় তুলে ধরাই আমার লক্ষ্য।’

তিনি বলেন, ‘আমাদের এ সময়ে হয়তো আমার ৮/১০ জন বন্ধু জাগতিক অন্য কিছু নিয়ে কাজ করছে। কিন্তু আমি একটু ভিন্নভাবে চিন্তা করতে ভালোবাসি। সে জায়গা থেকে মূলত আমার লেখালেখি।’

জব্বার আল নাঈম বলেন, ‘এখন ফেসবুকের কারণে এ ধরনের আড্ডা অনেকাংশে কমে গেছে। যখন ফেসবুক ছিল না তখন মোড়ে মোড়ে তরুণ প্রজন্ম থেকে শুরু করে বিভিন্ন বয়সি কবি, সাহিত্যিক, লেকদের আড্ডা দেখা যেত। এখন সেটি অনলাইন কেন্দ্রীক হয়ে গেছে। সে জায়গায় রাইজিংবিডির এমন একটি আয়োজন সত্যিই অনেক দারুণ।’



সালেহীন শিপ্রা বলেন, ‘না লিখে থাকতে পারি না। কবিতা লিখতে ভালো লাগে। অন্য কোনো কিছুই ভালো লাগে না। আমার ভাই-বোন কেউ লেখে না। তাদের হয়তো লিখতে ভালো লাগে না। আমি জানি না, কেন আমার লিখতে এত ভালো লাগে।’

গিরীশ গৈরিক বলেন, ‘ছোটবেলায় যখন কবিতা লিখতাম তখন একদিন বাবা বললেন, লিখে কী হবে? তখন বাবাকে প্রশ্ন করেছিলাম, তুমি কেন ফুল গাছ লাগিয়েছো? সে জায়গায় তো একটি মরিচ গাছ লাগাতে পারতে? ফুল সৌরভ দেয়। শিল্প-সাহিত্যও পৃথিবীর সেই সৌরভ। আর জীবনের গভীরতম বোধ হচ্ছে কবিতা।’

তিনি বলেন, ‘মূলত আমি কবি না, প্রকৃতি ও বাস্তবতা থেকে আমি কবিতা সংগ্রহ করি। গাইড বইয়ের যেভাবে মার্কেটিং করা হয়, কবিতা ও সাহিত্যের বই নিয়ে তেমন মার্কেটিং হয় না। সাহিত্যের বই নিয়ে মার্কেটিং প্রয়োজন।’

আশরাফ জুয়েল বলেন, ‘কেন লিখি এ প্রশ্নের জবাব দেওয়া খুবই কঠিন ব্যাপার। ছাত্র অবস্থা থেকেই লেখালেখি করি। মূলত নিজেকে নতুনভাবে আবিষ্কারের নেশা থেকে লেখালেখি শুরু। নিজের জন্যই লিখি।’

রাসেল রায়হান বলেন, ‘আসলে আমি মানুষের সঙ্গে ভালোভাবে মিশতে বা কথা বলতে পারি না। সে ভাবগুলো লেখালেখির মাধ্যমে প্রকাশ করতে চাই। মূলত আমার না বলা কথাগুলোই লেখার মাধ্যমে প্রকাশ করি।’

আড্ডার এক পর্যায়ে আশরাফ জুয়েল বলেন, ‘রাইজিংবিডি এই যে আড্ডার আয়োজন করেছে, এ ধরনের আড্ডা আরো বেশি বেশি হওয়া উচিত। এ জন্য তিনি রাইজিংবিডিকে উদ্যোগ নেওয়ার প্রস্তাব রাখেন।’

সভাপতির বক্তব্যে রাইজিংবিডির নির্বাহী সম্পাদক তাপস রায় বলেন, ‘আড্ডা আনলিমিটেড হওয়া ভালো। তরুণ কবিদের পক্ষ থেকে একটা প্রস্তাব উঠে এসেছে যে, প্রতি মাসে যেন এমন আড্ডার আয়োজন করা হয়। রাইজিংবিডি সে আয়োজন করতে প্রস্তুত আছে। শিল্পের সব শাখায় কাজ করতে আগ্রহী রাইজিংবিডি।’



রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৭/ইয়ামিন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়