ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বইমেলায় রেহমান রাহাতের গোয়েন্দা কাহিনি ‘ডিটারজেন্ট’

সাইফ বরকতুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় রেহমান রাহাতের গোয়েন্দা কাহিনি ‘ডিটারজেন্ট’

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে সাহিত্যদেশ প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে তরুণ নির্মাতা রেহমান রাহাতের গোয়েন্দা কাহিনি ‘ডিটারজেন্ট’।

কাপড়ের ময়লা পরিষ্কারের জন্যে যেমন ডিটারজেন্ট প্রয়োজন, তেমনি সমাজের ময়লা পরিষ্কার করতে তৈরি হয় একদল বিশেষ মিশনফোর্সের; যার নাম দেওয়া হয় ‘ডিটারজেন্ট’। এক মিশনে এই ফোর্সের সব এজেন্টরা মারা গেলেও বেঁচে থাকে গল্পের কেন্দ্রীয় চরিত্র স্যাম। এরপর শুরু হয় স্যামের নতুন যুদ্ধ। বছরের পর বছর সবার অগোচরে বেসরকারি গোয়েন্দা হিসেবে কাজ করে স্যাম। সরকারি গোয়েন্দা সংস্থাগুলোসহ পাকিস্তান ইন্টেলিজেন্স ও মোসাদ খুঁজতে থাকে স্যামকে। সবার উদ্দেশ্য একটাই স্যামকে প্রয়োজন। এরই মধ্যে উত্থান হয় গল্পের প্রধান খলনায়কের। ষড়যন্ত্রের জালে আটকে যায় পরিবার, প্রেয়সী ও বন্ধু। দেশপ্রেম, ভালোবাসা, বন্ধুত্ব ও এসপিওনাজ জীবনের পূর্ণাঙ্গ স্বাদসহ প্রতিটা পাতায় রয়েছে স্নায়ু উত্তেজিত করা টানটান উত্তেজনা।

অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে সাহিত্যদেশ প্রকাশনীর ২৬৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে ‘ডিটারজেন্ট’ বইটি। মেলা উপলক্ষে বইটির দাম ১০০ টাকা।



রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৭/সাইফ/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়