ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গ্রন্থমেলায় মাহবুবুল আলমের দূষিত গল্প

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রন্থমেলায় মাহবুবুল আলমের দূষিত গল্প

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক মো. মাহবুবুল আলমের ছোট গল্পের বই ‘দূষিত গল্প’।

বইয়ে রয়েছে আটটি গল্প। বইটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী। এর দাম ধরা হয়েছে ১৫০ টাকা। পাওয়া যাবে গ্রন্থমেলায় আদর্শ প্রকাশনীর ৪৯৬-৪৯৭ নম্বর স্টলে।

লেখক মাহবুবুল আলম বলেন, ‘ইতোমধ্যে বইটি পাঠক সমাজে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের প্রথম দিনেই বইয়ের এক হাজার কপি বিক্রি হয়ে গেছে। বইয়ের সব গল্পই মানসম্পন্ন ও তথ্য সমৃদ্ধ। সবকটি গল্পই আমার ভাল লাগে। তবে আত্মজীবনী গল্পটি আমার কাছে সেরা মনে হয়েছে।’

তিনি বলেন, ‘এই বইয়ে সমাজের দূষিত বিষয়গুলো তুলে আনা হয়েছে। বিশেষ করে সমাজে আমরা দুচোখে যা দেখি তার আড়ালে অনেক দূষিত বিষয় লুকিয়ে থাকে, তা এই বইয়ে পাঠকরা পাবেন।’

তিনি আরো বলেন, ‘গত বছর বই মেলায় হুমায়ুন আহমদের সাথে সাতটি বছর নামের একটি বই বের হয়। সে বইয়ে প্রয়াত লেখক হুমায়ুন আহমদের ছোটভাই আহসান হাবিব ভূমিকায় লিখেছেন, আমার লেখা ‍হুমায়ুন স্যারের কপি। হাবিব স্যারের কাছ থেকে পাওয়া এই মন্তব্য আমার লেখক সত্ত্বাকে আরো বেশি সমৃদ্ধ করবে।’

মাহবুবুল আলম পেশায় স্কুল শিক্ষক। শিক্ষকতা করছেন টঙ্গি পইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে। পাশাপাশি তিনি সাংবাদিকতার সাথেও জড়িত। বর্তমানে তিনি দৈনিক কলের কণ্ঠের টঙ্গী-গাজীপুর প্রতিনিধি হিসেবে কাজ করছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৭/নূর/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়