ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বইমেলায় ‘নিরঞ্জনের নাও’

সাইফ বরকতুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় ‘নিরঞ্জনের নাও’

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে বইমেলা ২০১৭-তে প্রকাশিত হয়েছে সুজন তাজওয়ারের গল্পগ্রন্থ নিরঞ্জনের নাও।

বইটি প্রকাশ করেছে বলাকা প্রকাশন। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।  দাম ১১০ টাকা। গল্পগ্রন্থটিতে মোট ছয়টি গল্প রয়েছে। গল্পগুলো হলো- নিরঞ্জনের নাও, বীরকান্ত, বিলের জলে, মহাকুঞ্জ, আঁখি জল ও গৃহ শিক্ষক।

গল্পগুলো সম্পর্কে বইয়ের ফ্ল্যাপে লেখা হয়েছে সুজন তাজওয়ারের গল্পগুলো আমাদের চেনা। ওইসব চেনা মানুষগুলোর স্বপ্নকে চিন্তার জগতে অনুবাদ করেছেন অন্যরকম মমতায়, গভীর অর্ন্তদৃষ্টি আর তীক্ষ্ম বিশ্লেষণে।

সুজন তাজওয়ারের জন্ম মানিকগঞ্জে ১৯৯২ সালে। তার লেখালেখি ছোটবেলা থেকেই। কবিতাচর্চার মধ্য দিয়ে সাহিত্যচর্চা শুরু হলেও এ বছর তিনি মেলে ধরলেন ছোট গল্পের বড় উঠোনে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৭/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়