ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বইমেলায় ‘কোথাও কোনো শূন্যতা নেই’

সাইফ বরকতুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০২, ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় ‘কোথাও কোনো শূন্যতা নেই’

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে প্রকাশিত হয়েছে কবি, প্রাবন্ধিক ও অনুবাদক শাহাদাৎ তৈয়বের কবিতার বই ‘কোথাও কোনো শূন্যতা নেই’।

বইটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশন। বইটি সম্পর্কে শাহাদাৎ তৈয়ব জানান, এটি তার দ্বিতীয় কবিতার বই।

বইটির ফ্ল্যাপে লেখা লেখা হয়েছে, মানুষকে তার মাটি আর সময়ের ওপর দাঁড়িয়েই কথা বলতে হয়। এটাই নিয়তি। স্বাভাবিক। তবু এই স্বাভাবিকতা তার স্বভাবে চলতে পারে না সময়ের কারণে। সেইসব কারণ আবার রাজনীতি, সমাজ আর অর্থনীতির ধারাবাহিকতা ছাড়িয়ে যেতে পারে না। এর ভেতরে থেকেই কবি শাহাদাৎ তৈয়ব লিখে চলেছেন তার সময়ের সংগীত। তার কবিতা ভাবালুতাক্রান্ত নয়। অসম্ভব কল্পনার বাহুল্যমুক্ত তার কবিতা। রাজনীতি, ধর্ম, প্রত্নাধ্যাত্ম, নাগরিক পরিস্থিতি তার কবিতার অনেকটা জুড়ে আছে। সময়ের অনিবার্যতা, দ্বন্দ্ব ক্ষরণ সব মিলিয়েই এই কবির প্রয়াস প্রকৃত কবিতার অভিমুখে যাত্রা করেছে। তার কবিতার ওপর মজবুত হবে আমাদের সম্মিলিত বিশ্বাসের ভিত- কোথাও কোনো শূন্যতা নেই।

শাহাদাৎ তৈয়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পিএইচডি গবেষণা করছেন। প্রথম কবিতার বই ‘ধ্বংস বিস্মৃতি আয়না ও নুনের ইতিহাস’ (২০১৪), সরাসরি আরবি থেকে অনূদিত প্রথম প্রকাশিত গ্রন্থ ‘আদোনীসের নির্বাচিত কবিতা’ (২০‌১২)।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৭/সাইফ/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়