ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বিশ্বসাহিত্যের নির্বাচিত প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত

সাইফ বরকতুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বসাহিত্যের নির্বাচিত প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত

নিজস্ব প্রতিবেদক :  অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ‘বিশ্বসাহিত্যের নির্বাচিত প্রবন্ধ’ গ্রন্থটি। এটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশনস।

বিশ্বসাহিত্যের নির্বাচিত প্রবন্ধ গ্রন্থটি সম্পাদনা করেছেন গল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক মোজাফ্ফর হোসেন। বিশ্বসাহিত্যের প্রতিনিধিত্বশীল লেখক ও তাদের রচনাসম্ভার নিয়ে বাংলা সাহিত্যসহ বিশ্বসাহিত্যের খ্যাতিমান লেখকদের রচনাসমৃদ্ধ এই সংকলনটি বাংলাদেশের সমালোচনা সাহিত্যে এক দরকারি সংযোজন। কবি, কথাসাহিত্যিক, সাহিত্য-সমালোচক ও মননশীল গদ্যলেখকসহ সচেতন পাঠকমাত্রেই সংকলনটি পড়ে উপকৃত হবেন। তাই যেকোনো সচেতন পাঠকের জন্য বইটি বিশেষ কালেকশন বলে বিবেচিত হতে পারে।

কবিতা, উপন্যাস ও ছোটগল্পের উপকরণ, প্রকরণ ও কৌশলগত দিক নিয়ে রচিত তাত্ত্বিক ও সাহিত্যের সাধারণ নানা বিষয় নিয়ে লিখিত মৌলিক সৃজনশীল ভাবনাসমৃদ্ধ প্রবন্ধগুলো এই সংকলনের বিশেষ আকর্ষণ। মোট ৩৯টি প্রবন্ধ আছে যার ভেতর প্রাচ্য-প্রতীচ্য মিলে আধুনিক ও ধ্রুপদী চিন্তার মিশেলে বিশ্বসাহিত্যের একটা আপাত চেহারা মূর্ত হয়ে উঠেছে।

বইটির প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান। ৩৮৮ পৃষ্ঠা সংবলিত বইটির দাম ৪০০টাকা।



রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৭/সাইফ/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়