ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মেলায় ১৫৫ নতুন বই

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেলায় ১৫৫ নতুন বই

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলা শেষ হওয়ার আগের দিনে আজ সোমবার নতুন বই এসেছে ১৫৫টি। এর মধ্যে ৪০টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বাংলা একাডেমির তথ্যমতে, কালিকলম প্রকাশনী এনেছে রফিক হাসানের ‘চিলে কোঠার বুক’, দাঁড়িকমা এনেছে আবুল কালাম আজাদের ‘সেকেন্ড মিশন সাকসেসফুল’, হাতে খড়ি এনেছে আলী ইমামের ‘নির্বাচিত কিশোর উপন্যাস’, শোভা প্রকাশ এনেছে ড. আহমেদ শরীফের ‘মধ্যযুগের কবি ও কাব্য’, কথা প্রকাশ এনেছে আহমেদ রফিকের ‘রাজনীতির বিধি প্রসঙ্গ’, অন্য প্রকাশ এনেছে সৈয়দ শামসুল হকের ‘ক্ষুধাবৃত্তান্ত’, গ্রন্থকুটির এনেছে অপরেশ বন্দোপাধ্যায়ের ‘বিদেশী সায়েন্স ফিকশন’।

বেহুলা বাংলা এনেছে ধ্রুব এষের ‘মামানিয়া’, বাংলার কবিতা প্রকাশন এনেছে আমিনা বেগমের ‘জীবন থেকে পাওয়া’, ভাস্কর সাহার ‘আপন সুতার মালা’, আগামী প্রকাশন এনেছে মামুন রশীদের ‘অর্থনীতির বিজয়’, দেশ পাবলিকেশন্স এনেছে লাবণ্য লিপির ‘বুকের ভেতর বৃষ্টি নামে’, পারিজাত প্রকাশনী এনেছে চঞ্চলা চঞ্চুর ‘মানুষ নামা’, জাতীয় সাহিত্য প্রকাশ এনেছে আক্তারুজ্জামান মুকুলের ‘খঞ্জনা’।



রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৭/সাওন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়