ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘হতে চাইনি ডক্টর ফস্টাস’

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ২৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘হতে চাইনি ডক্টর ফস্টাস’

আরিফ সাওন : অমর একুশে গ্রন্থমেলায় এসেছে ইসমত আরা জুলীর কাব্যগ্রন্থ ‘হতে চাইনি ডক্টর ফস্টাস’।

শোভা প্রকাশ প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। দাম ১৫০ টাকা।

জীবন সম্পর্কে সহজাত বোধ ও আত্মিক তাড়না থেকে তার কবিতার সৃষ্টি। তার কবিতায় মানুষ এসেছে মানুষ রুপে। মানুষ কোনো দানব নয় কিন্তু সময়ের কশাঘাতে বিক্ষিপ্ত ও ‍বিচিত্র কিছু মানুষ হয়ে ওঠে দানব। মানুষ কখনো জীবনের কাছে হেরে যায় না- এ তত্ত্বে বিশ্বাসী, আশাবাদী এই কবি। নরনারীর প্রেম, ভালোবাসা দ্বন্দ্ব- এ এক বহমান স্রোত এবং এ স্রোত আদিকাল থেকে শুরু, অনাদিকাল পর্যন্ত চলবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস ও কিছু বন্ধু তাকে নস্টালজিয়ায় ভোগায়। তার শৈশব কৈশোর তারুণ্য সবই তার কাছে মূল্যবান এক সম্পদ। তার কাছে ডক্টর ফস্টাস এমন এক চরিত্র যার আবেদন শাশ্বত। সে কোনো বিশেষ সময়ের বা বিশেষ কালের নয়।

ইসমত আরা জুলীর জন্ম ১৯৬৩ সালের ২৮ মার্চ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। গ্রামের বাড়ি চট্টগ্রামের উত্তর কাট্টলীর মুন্সিপাড়ায়। বাবা প্রয়াত সাইফুদ্দীন খালেদ ছিলেন ব্যাংক কর্মকর্তা, ক্রীড়া সংগঠন ও সমাজ সেবক। মাতা আনজুমান আরা একজন গৃহিণী। ইসমত আরা জুলী ইংরেজি সাহিত্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স করেছেন। এখন তিনি শিক্ষকতা পেশায় জড়িত।




রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৭/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়