ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রশ্নোত্তর পর্বে অহেতুক সময়ক্ষেপণ না করার আহ্বান

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ১ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রশ্নোত্তর পর্বে অহেতুক সময়ক্ষেপণ না করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে:  সাংসদ-মন্ত্রীদের দীর্ঘ বক্তৃতা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার সাংসদ ও মন্ত্রীদের বক্তৃতা না দিয়ে প্রশ্নের উত্তর  দেওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর কালে তারকা চিহ্নিত প্রশ্ন ১১৯৪ উপস্থাপনকালে প্রশ্নকর্তা সাংসদ বেগম নূরজাহান বেগম (মহিলা আসন-৪২) দীর্ঘসময় বক্তব্য রাখায় ঘটনার সূত্রপাত। প্রশ্নের উত্তর দানকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে উদ্দেশ করে ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য এবং মন্ত্রী আপনারা একটু সময় কম নিয়ে সঠিক উত্তরটা দিলে ভাল হয়। মাননীয় মন্ত্রী আমার কাছে আপনার মন্ত্রণালয়ে যে সংখ্যক সম্পূরকের নাম এসেছে তাতে আজ এক ঘণ্টার পুরোটাই আপনাকে দিলেও শেষ হবে না।

এরপর উত্তর দিতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমি সংক্ষেপে অল্প কথাই বলি। আমি দীর্ঘ সময় নিই না।’

এরপর মাগরিবের বিরতির পর অধিবেশন শুরু হলে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, ‘এখানে প্রশ্নোত্তরের সময় হলো মাত্র এক ঘণ্টা। বিভিন্ন সংসদ সদস্য চান যতদূর সম্ভব তিনি যেন একটা প্রশ্ন এবং একটা সম্পূরক প্রশ্ন করতে পারেন। কিন্তু প্রায়ই দেখা যায় সম্পূরক প্রশ্ন করতে গিয়ে একটা বক্তৃতা আবার মন্ত্রীরা উত্তর দেয়ার সময় আরেকটা বক্তৃতা দেন। যে কারণে আজ মাত্র ৪টি প্রশ্নোত্তর হয়েছে। কাজেই ১৫ মিনিট করে যদি একটা প্রশ্নোত্তর হয় তাহলে অন্য সদস্য যারা প্রশ্ন করতে চান তারা কি করবেন? সংসদ সদস্যরা বহু কষ্ট করে একটা প্রশ্ন তৈরী করেন।’

তিনি বলেন, ‘অতীতে দেখেছি মন্ত্রী উত্তর দেওয়ার পর সংক্ষেপে যে বিষয়টা, সেই বিষয়ের একটা সম্পূরক করতেন সংসদ সদস্যরা। এরপর অন্য দুইজন আরও দু’টি সম্পূরক প্রশ্ন করতেন। আজ যদি দীর্ঘ সময় না নেওয়া হতো তাহলে এখানে ৮-১০টা প্রশ্নের উত্তর দেওয়া যেত। অহেতুক বক্তৃতা দেওয়ার অন্য সময় আছে। এখানে প্রশ্নকর্তারাও বক্তৃতা দেন। মন্ত্রীদের অনুরোধ করবো বক্তৃতা না দিয়ে প্রশ্নের সঠিক উত্তর দেন।’



রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৮/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়