ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কৃষকদের সাড়ে ৩৯ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৭, ৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কৃষকদের  সাড়ে ৩৯ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার

জ্যেষ্ঠ  প্রতিবেদক : চলতি অর্থবছরে (২০১৭-১৮) আউশ আবাদে ২ লাখ ৩৭ হাজার ১৮২ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৩৯ কোটি ৬২ লাখ ৮৩ হাজার টাকার প্রণোদনা দেবে সরকার।

প্রণোদনার অংশ হিসেবে কৃষকরা রাসায়নিক সার ও বীজ পাবেন। সঙ্গে দেওয়া হবে সেচ ও আগাছা দমনের খরচ।

বুধবার দুপুরে সচিবালয়ে ‘আউশ প্রণোদনা ২০১৭-১৮’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন,  উৎপাদন বৃদ্ধিতে উফশী আউশে ৬৪ জেলায় ৩২ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ১৭০ টাকা, নেরিকা আউশে ৪০ জেলায় ৭ কোটি ২৯ লাখ ৩০ হাজার ৭৫ টাকার প্রণোদনা দেওয়া হবে।

উল্লেখ্য, গত বছর আউশ ধানের উৎপাদন বাড়াতে দেশের ২ লাখ ২০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৩১ কোটি টাকার বীজ ও রাসায়নিক সার দিয়েছিল সরকার।



রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৮/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়