ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজধানী‌তে বিএন‌পির বি‌ক্ষোভ মি‌ছিল, আটক

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ১০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানী‌তে বিএন‌পির বি‌ক্ষোভ মি‌ছিল, আটক

‌জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দ্বিতীয় ‌দি‌নের ম‌তো রাজধানীসহ সারা ‌দে‌শে বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে‌ছে দল‌টির নেতা-কর্মীরা।

শনিবার দুপুরে ঢাকায় পুরান পল্টনের হাউজ বিল্ডিংয়ের গলি থেকে মি‌ছিল বের ক‌রে দল‌টি। মি‌ছিল‌টি ফকিরাপুল মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মি‌ছি‌লে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

মিছিল শুরুর কিছুক্ষণ পর বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। মিছিলটি পানির ট্যাংক অতিক্রম করলে পেছন দিক থেকে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। নেতা-কর্মীরা বিভিন্ন গলি দিয়ে পালিয়ে যান।

মিছিলে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম বাবুল, হারুনুর রশীদ, আ ক ম মোজাম্মেলন হক, খান রবিউল ইসলাম রবি প্রমুখ উপস্থিত ছি‌লেন।

আটকৃতদের মধ্যে রয়েছেন মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি নবিউল্লাহ নবী, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জিমিসহ বেশ কয়েকজন।

বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারস্থ আদালতে খালেদার উপস্থিতিতে ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার ছয় আসামি খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার প্রাক্তন সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, প্রাক্তন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার করে জরিমানা করেছেন বিচারক।



রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৮/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়