ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

হাইকোর্টে খালেদার জামিনের বিরোধিতা করবে দুদক

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাইকোর্টে খালেদার  জামিনের  বিরোধিতা করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে থাকা  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাইকোর্টে জামিন  আবেদন করলে শুনানিতে তার বিরোধিতা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের আইনজীবী খুরশিদ আলম সাংবাদিকদের  এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা খালেদার জামিন শুনানিতে কন্টেস্ট করবো’।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত।

খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, রায়ের সার্টিফায়েড কপি পেলেই তারা উচ্চ আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন করবেন।



রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৮/মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়