ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মেলায় রক্তদান সম্পর্কিত বই ‘আইসিইউ বেড নম্বর নাইন’

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেলায় রক্তদান সম্পর্কিত বই ‘আইসিইউ বেড নম্বর নাইন’

ডেস্ক রিপোর্ট : অমর একুশে বইমেলায় (২০১৮) প্রকাশিত হয়েছে ছোট গল্পের বই ‘আইসিইউ বেড নম্বর নাইন’।

বইটি লিখেছেন মোক্তার হোসেন। বইটি প্রকাশ করেছে বেহুলা বাংলা প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান।

বইটি সম্পর্কে লেখক মোক্তার হোসেন জানান, ‘আইসিইউ বেড নম্বর নাইন’ বইটি বাংলাদেশে রক্তদান সম্পর্কিত বাস্তব ঘটনার ভিত্তিতে রচিত গ্রন্থ।

তিনি আরো জানান, প্রায় বছর দশেক আগে চাচার অপারেশনের জন্য রক্তের প্রয়োজন হয়। তখনই প্রথম নিজের রক্তের গ্রুপ জরুরি ভিত্তিতে পরীক্ষা করি। সন্ধ্যায় রক্তের রিপোর্ট হাতে পেয়ে খুশি হই, কারণ তার রক্তের গ্রুপ আর আমার রক্তের গ্রুপ মিলে গেছে। ভোরে হাসপাতালে গিয়ে রক্ত দেওয়ার পরই অপারেশন হবে। কিন্তু ভোর হতে না হতেই জানতে পারি তিনি মারা গেছেন। সেদিন মনের ভেতর এমনই এক শূন্যতার সৃষ্টি হয় আর সেই শূন্যতা ঘোচাতে তখন থেকেই নিজে নিয়মিত রক্তদান করে আসছি। তার পর নিজে রক্তদানের পাশাপাশি অন্য বন্ধুবান্ধবকে উৎসাহিত করতে করতে এর ব্যপ্তি বাড়ে, আর সাক্ষী হতে থাকি নানান গল্পের। জীবন থেকে নেওয়া এসব বাস্তব গল্পের মধ্যে কিছু কিছু গল্প কখনও হৃদয় ছুঁয়ে যায় মানবতার উৎকর্ষতায়, কখনও হৃদয় ছেয়ে দেয় বেদনার ঘনঘটায়, কখনও এক মুহূর্তের জন্য হলেও থামিয়ে দেয় দূরন্ত ছুটে চলা সময়কে। এরই মাঝে কিছু ঘটনা আছে কিঞ্চিত বর্ণনাযোগ্য, কিছু বর্ণনাতীত। একজন গল্পকারের পক্ষে হয়তো কখনোই এই গল্পগুলোর পুরোটা তুলে ধরা সম্ভব নয়। তবুও যথাসাধ্য চেষ্টা করেছি এমন কয়েকটি ঘটনা তুলে ধরতে, যা হয়তো আপনাকে একটু ভাবিয়ে তুলবে। গল্পের ভেতরে ডুবে যেতে যেতে হয়তো আপনিও নিজের সাথে একটু একটু সামাঞ্জস্যতা খুঁজতে থাকবেন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়