ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

গ্রন্থমেলায় মনি হায়দারের গল্পগ্রন্থ ‘জিহ্বার মিছিল’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রন্থমেলায় মনি হায়দারের গল্পগ্রন্থ ‘জিহ্বার মিছিল’

সাহিত্য ডেস্ক: কথাশিল্পী মনি হায়দারের গল্পগ্রন্থ ‘জিহ্বার মিছিল’ প্রকাশিত হলো মাওলা ব্রাদার্স থেকে। অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাবে। মনি হায়দার বলেন, ‘গত বারো বছর ধরে, প্রতিটি মেলায় একটি গল্পের বই প্রকাশিত হচ্ছে আমার। তারই ধারাবাহিকতায় প্রকাশিত হলো ‘জিহ্বার মিছিল’।  বইটিতে বারোটি গল্প রয়েছে। গল্পগুলো যথাত্রমে: রক্ত মাখামাখি, জিহ্বার মিছিল, একটি অরক্ষিত গল্প, দড়ি, অস্তিত্ব, রক্তাক্ত কাঁটাতার, জয় বাংলা, ন্যাশন-৫৭০, একটি ছবির গল্প, সমুদ্র সঙ্গম, জায়গাজমিন, মধ্য বয়সের প্রেম।

অধিকাংশ গল্প রাইজিংবিডির সাহিত্য বিভাগে প্রকাশিত হয়েছে। এগুলো প্রতীকায়িত গল্প। আমরা প্রতিদিন জিহ্বা নাড়িয়ে  কতো সহস্র মিথ্যা কথা বলি, প্রতারণা করি, জিহ্বা সেসবের সাক্ষী থাকে। সেই জিহ্বারা যখন মুখ থেকে বের হয়ে একদিন বিদ্রোহ করে সত্য মাঠে চলে যায় এবং  সত্যমাঠে জিহ্বারা মিছিল করতে করতে ডাক্তার, দোকানদার, রাজনীতিক, ধর্মবেত্তা, পুলিশদের কীর্তি বর্ণনা করতে থাকে, জিহ্বার মালিকেরা চিৎকার করে  প্রতিবাদ করতে চায় কিন্তু পারে না। কেননা, তাদের কারো তখন জিহ্বা নেই। লেখক এই গল্পের আখ্যানে আমাদের রাষ্ট্রকাঠামোর মগডালে বসা মানুষদের কীর্তি ও  কৌশল জানান দিতে চেয়েছেন। গল্পকার সমাজের সব চেয়ে তীব্র পর্যবেক্ষকও। ‘জিহ্বার মিছিল’ সেই পর্যবেক্ষণের তীব্র হলাহল।

ধ্রুব এষের আঁকা প্রচ্ছদে এই বইটির দাম মাত্র ২০০ টাকা।



রাইজিংবিডি/ঢাকা/১৫ ফেব্রুয়ারি ২০১৮/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়