ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মেলায় ভিন্ন ধরনের গল্প সংকলন ‘কল্পে গল্পে ইলিশ’

তারা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেলায় ভিন্ন ধরনের গল্প সংকলন ‘কল্পে গল্পে ইলিশ’

সাহিত্য ডেস্ক: অমর একুশে গ্রন্থমেলা ২০১৮-তে প্রকাশিত হয়েছে ভিন্ন ধরনের একটি গল্পসংকলন- ‘কল্পে গল্পে ইলিশ’। ইলিশ মাছ প্রসঙ্গ বা অনুষঙ্গ করে লিখিত ৩৪টি গল্প আছে এই সংকলনে। প্রতিটা গল্পের সাথে আছে অলঙ্করণ। প্রচ্ছদ এবং ইনারে অসাধারণ এই ছবিগুলো এঁকেছেন চিত্রশিল্পী আনিসুজ্জামান মামুন। বইটির প্রকাশক মূর্ধন্য প্রকাশনী।

সংকলনটি সম্পাদনা করেছেন কথাশিল্পী মঈনুল হাসান ও মোজাফ্ফর হোসেন। গ্রন্থভুক্ত ছোটগল্পে ইলিশ কেবল সাংস্কৃতিক কিংবা অর্থনৈতিক উপকরণ হিসেবে চিহ্নিত হয়নি, রাজনৈতিক ও সামাজিক জীবনে নানা ধরনের বঞ্চনার প্রতীক হিসেবেও উঠে এসেছে। এসব ছোটগল্পে ব্যক্তিগত হতাশা-নৈরাশ্যের পাশাপাশি সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ, খুনোখুনি এসবের সঙ্গে মিলিয়ে চমৎকার প্রতীকী অনুষঙ্গ হয়ে উঠেছে ইলিশ।

গল্প নির্বাচন-প্রসঙ্গে সম্পাদক মঈনুল হাসান জানান, ‘আমাদের অনুরোধে অনেকে এই সংকলনের জন্য গল্প লিখে পাঠিয়েছিলেন। তাঁদের কেউ কেউ প্রতিষ্ঠিত লেখক। কিন্তু ইলিশের প্রসঙ্গ থাকলেও গল্প হিসেবে সেগুলো দুর্বল হওয়ার কারণে রাখা সম্ভব হয়নি। আবার কয়েকটি গল্প রেখেছি যেগুলোতে ইলিশের প্রসঙ্গ তত তীব্রভাবে আসেনি, কিন্তু গল্প হিসেবে অসাধারণ।’

সংকলন সম্পর্কে আরেক সম্পাদক মোজাফ্ফর হোসেন বলেন, ‘লেখক তালিকাতে বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হতে পারে ভারতের প্রথিতযশা গীতিকার, কবি ও কথাশিল্পী গুলজার এবং ভারতের সাহিত্য একাডেমি পুরস্কারজয়ী খ্যাতনামা মণিপুরী লেখক নোংথোম্বম কুঞ্জমোহন সিংহের লেখা গল্প, যার জন্য তিনি একাডেমি পুরস্কার পেয়েছিলেন। দুটি গল্পই বিশ্বসেরা ছোটগল্পের তালিকায় স্থান পাওয়ার মতো। প্রমথনাথ বিশী ও শৈবাল মিত্রের লেখা গল্পদুটি অসাধারণ বললে কম বলা হবে। হোসেনউদ্দিন হোসেন, সালেহা চৌধুরী, ইমদাদুল হক মিলন, হরিশংকর জলদাস, অমর মিত্র, আনিসুল হক, আহমাদ মোস্তফা কামাল, সাত্যকি হালদার, শিমুল মাহমুদসহ প্রায় প্রত্যেকের গল্প এই সংকলনের সম্পদ হয়ে উঠেছে।’

মেলায় গ্রন্থটি পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়ে। মূর্ধন্য প্রকাশনীর স্টলে।



রাইজিংবিডি/ঢাকা/১৫ ফেব্রুয়ারি ২০১৮/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়