ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রকাশিত হলো ‘সাহিত্যের অনুষঙ্গ ও অন্যান্য প্রবন্ধ’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ১৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রকাশিত হলো ‘সাহিত্যের অনুষঙ্গ ও অন্যান্য প্রবন্ধ’

সাহিত্য ডেস্ক : বইমেলায় প্রকাশিত হয়েছে মুহাম্মদ ফরিদ হাসানের প্রথম প্রবন্ধগ্রন্থ ‘সাহিত্যের অনুষঙ্গ ও অন্যান্য প্রবন্ধ’। এটি প্রকাশ করেছে দেশজ প্রকাশন। গ্রন্থটি প্রবন্ধ ও গবেষণা শাখায় ‘দেশজ পাণ্ডুলিপি পুরস্কার-২০১৭’ লাভ করেছিলো। প্রচ্ছদ এঁকেছেন সাঈফ আলি।

গ্রন্থ সম্পর্কে মুহাম্মদ ফরিদ হাসান বলেন, প্রবন্ধগ্রন্থে সার্বিক সাহিত্য নিয়ে আলোচনা-সমালোচনার পাশাপাশি বরেণ্য সাহিত্যিকদের কর্মমূল্যায়ন ও বিশ্লেষণের চেষ্টা করেছি। এই গ্রন্থে ‘সাহিত্যের অনুষঙ্গ’ ‘সমালোচকের দায়বোধ’ ‘কবি কিংবা শব্দ শিকারীর পাঠ’ প্রবন্ধের পাশাপাশি রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, প্রভাতকুমার মুখোপাধ্যায়, মুজতবা আলীর ব্যক্তি ও সাহিত্যকর্ম মূল্যায়ন বিষয়ক প্রবন্ধ সন্নিবেশিত হয়েছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শীত, বর্ষা- ইত্যাদি অনুষঙ্গ ঘুরে ফিরে বাংলা সাহিত্যে বারবার এসেছে। এসব অনুষঙ্গ আমাদের লেখকরা কীভাবে সাহিত্যে উপস্থাপন করেছেন সেগুলো কয়েকটি প্রবন্ধে উন্মোচনের চেষ্টা করা হয়েছে। চিত্রকলার প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। বরেণ্য চিত্রকর ভ্যান গঘ, সালভাদর দালি, পাবলো পিকাসো ও ফ্রিদা কাহলোকে নিয়ে লেখা ৪টি প্রবন্ধ এ গ্রন্থে যুক্ত করা হয়েছে। আশা করছি, প্রবন্ধগুলো পাঠে পাঠক ভিন্নতা খুঁজে পাবেন।



রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৮/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়