ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কবিতা নিয়ে বইমেলায় ফারুক ওয়াসিফ

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৩, ২২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কবিতা নিয়ে বইমেলায় ফারুক ওয়াসিফ

ডেস্ক রিপোর্ট : এবারের একুশে বইমেলায় (২০১৮) প্রকাশিত হয়েছে লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফের কবিতার বই ‘বিস্মরণের চাবুক’।

বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন সৈয়দ লতিফ হোসাইন। বইটির দাম রাখা হয়েছে ১৫০ টাকা।

‘বিস্মরণের চাবুক’ বইটি সম্পর্কে ফারুক ওয়াসিফ জানিয়েছেন, জীবন এক জ্ঞানভয়, ঘুম ভেঙে সে দেখছে সর্বনাশ হয়ে গেছে কোথাও। জানালার বাইরে যুগ পেরোচ্ছে ইতিহাস, মাটি কেন কাঁপছে খুব? তাকে দেবার ডুমুরটি কই, করতল কেন ফাঁকা আমার? অনেক বাতির বাসনায় জর্জর শহরের গল্প এ নয়। গ্রামীণ রাত্রির ভাষায় তাকে পাবে। স্তব্ধতা আর ফুৎকারের এ ভাষা পড়ানো হবে মূক ও বধির শ্রেণির বিদ্যালয়ে। পড়ামাত্রই মুছে যায় এমন বর্ণমালায় রচিত বিস্মৃতির এই ভাষা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়