ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চট্টগ্রামে দেড়শ বছরের পুরনো শিবলিঙ্গ উদ্ধার

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে দেড়শ বছরের পুরনো শিবলিঙ্গ উদ্ধার

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কড়ালডেঙ্গা ইউনিয়ন থেকে দেড়শ’ বছরের পুরনো একটি শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে বোয়ালখালী থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় এটি উদ্ধার করে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিমাংশু কুমার দাশ মূর্তি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, ২০১৬ সালের ১৩ নভেম্বর উপজেলার এয়াকুব দন্ডি মহাজন বাড়ির মন্দির থেকে এটি চুরি হয়েছিল। এ ব্যাপারে থানায় অভিযোগ করলেও দীর্ঘদিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। সর্বশেষ গত বুধবার রাতে কগালডেঙ্গা ইউনিয়নের মল্লিকপাড়া এলাকায় এ্ই মূর্তিটি ব্যবহার করে বেশ কয়েকদিন ধরে পূজা অর্চনা করা হচ্ছিল। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। আদালতের মাধ্যমে এটি প্রকৃত মন্দিরে হস্তান্তর করা হবে।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২২ ফেব্রুয়ারি ২০১৮/রেজাউল করিম/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়