ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার পেলেন দুই প্রবাসী কবি

অহ নওরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ২২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার পেলেন দুই প্রবাসী কবি

সাংস্কৃতিক প্রতিবেদক : সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার ২০১৭ পেয়েছেন কানাডা প্রবাসী কবি মাসুদ খান এবং যুক্তরাজ্য প্রবাসী কবি মুজিব ইরম।

বৃহস্পতিবার সন্ধ্যায় অমর একুশে গ্রন্থমেলার মূল মঞ্চে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি। পুরস্কার হিসেবে তারা পান ৫০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট।

পুরস্কার গ্রহণ করার পর অনুভুতি প্রকাশ করে মুজিব ইরম বলেন, এই পুরস্কার দূর-প্রবাসে তাকে আরো উৎসাহিত করবে।

অনিবার্য কারণবশতঃ মাসুদ খান অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন ড. সাইমন জাকারিয়া।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, কবিরা সমাজের পথপ্রদর্শক। সমাজ যত কবিতাময় হবে ততোই মঙ্গলময় আভায় উজ্জ্বল হয়ে উঠবে আমাদের পরিপার্শ্ব।

সভাপতির বক্তব্যে শামসুজ্জামান খান বলেন, এই দুই কবি ভবিষ্যতে আমাদের আরও ঋদ্ধ শিল্পফসল উপহার দেবেন- এই প্রত্যাশা করি।



রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৮/অহ/এনএ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়