ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

কুমিল্লা সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ অংশে দীর্ঘ যানজট পড়তে দেখা গেছে। 

আজ মঙ্গলবার ভোর থেকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে মুন্সীগঞ্জের মেঘনা সেতু পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোর ৪টা থেকে সকাল পর্যন্ত যানবাহন স্থির দাঁড়িয়ে ছিল। সকাল সাড়ে ৮টার পর থেকে থেমে থেমে যানবাহন চলতে শুরু করে।

যানজটে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে আটকে থেকে যাত্রীরা দুর্ভোগে পড়েন। দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অংশে দুই লেনের সংস্কার কাজ চলছে। এতে সোমবার সন্ধ্যা ৬টা থেকে যানজটের সৃষ্টি। ধীরে ধীরে তা ৪০ কিলোমিটার ছাড়িয়ে যায়। যানজট কাটানোর চেষ্টা চলছে।

দুপুর দেড়টা নাগাদ মহাসড়কের কুমিল্লা অংশে যানজট কমে গেলেও  মুন্সীগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের বিভিন্ন অংশে যানজট ছিল।

 

 

রাইজিংবিডি/কুমিল্লা/২৭ ফেব্রুয়ারি ২০১৮/জাহাঙ্গীর আলম ইমরুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়