ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পিএসএলে জিতল মাহমুদউল্লাহর দল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৪, ১ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিএসএলে জিতল মাহমুদউল্লাহর দল

ক্রীড়া ডেস্ক: পিএসএলের চলমান আসরে মুস্তাফিজুর রহমান নিয়মিত একাদশে জায়গা পেলেও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে সেভাবে সুযোগ পাচ্ছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বুধবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে কোয়েটার একাদশে ডাক পান তিনি। ব্যাটিং কিংবা বোলিংয়ের সুযোগ না পেলেও দারুণ ফিল্ডিংয়ে দলের জয়ে অবদান রেখেছেন মাহমুদউল্লাহ।

শারজাহ স্টেডিয়ামে গতকাল রাতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে মাহমুদউল্লাহর দল কোয়েটা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান করে ইসলামাবাদ। জয়ের জন্য ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে কেভিন পিটারসনের ঝড়ো ব্যাটিংয়ে জয় পায় কোয়েটা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ইউনাইটেডের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন লুক রনকি। ২৬ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৩ রান করেন তিনি। অন্যদিকে কোয়েটার জয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় ভূমিকা কেভিন পিটারসেনের। ৩৪ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৮ রান করেন তিনি।

দলের জয় নিশ্চিত হয়ে যাওয়ায় ব্যাটিংয়ের সুযোগ হয়নি মাহমুদউল্লাহর। তবে দারুণ ফিল্ডিংয়ে ইসলামাবাদের অধিনায়ক মিসবাহ-উল-হকের ক্যাচ তালুবন্দি করে জয়ে অবদান রাখেন মাহমুদউল্লাহ।



রাইজিংবিডি/ঢাকা/১ মার্চ ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়